দলীয় শৃঙ্খলা রক্ষায় তৈরি হল হোয়াটস অ্যাপ গ্রুপ

রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার্স নামে শাসক দলের বিধায়কদের নিয়ে তৈরি হল হোয়াটস অ্যাপ গ্রুপ। গ্রুপের অ্যাডমিন হলেন বিদ্যুৎ ও ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশেই গঠন করা হল এই হোয়াটস অ্যাপ গ্রুপ। যেখানে শাসক দলের ২২৫ জন বিধায়ককে গ্রুপ মেম্বার করা হল। উল্লেখ্য ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের শৃঙ্খলাবদ্ধ করতেই তৈরি করা হল গ্রুপ। দলের অনুমতি ছাড়া বেফাঁস মন্তব্য বা বিবৃতি দিয়ে দলকে অস্বস্তিবোধ না করতে হয়। তার জন্যই এই গ্রুপ তৈরি করা হল বলে মত বিশেষজ্ঞদের।

প্রসঙ্গত, সদ্যই ভারতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের মন্তব্যকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। তার আগেই একাধিকবার দলীয় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর মন্তব্যকে ঘিরে দলকে অস্বস্তিতে পড়ে বিব্রত হতে হয়েছে।

মুখ্যমন্ত্রী ও দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দেন, দলের অনুমতি ছাড়া প্রকাশ্যে কোনও মন্তব্য করা যাবে না। এমন কি নিজের ঘরে ডেকে হুমায়ুন কবীরকে ধমকও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, তৃণমূল পরিষদীয় দলের পক্ষে বিধায়কদের উদ্দেশ্যে কোনও বার্তা বা সিদ্ধান্তের কথা জানানো হবে এই ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ এসেম্বলি মেম্বার্স নামে হোয়াটস অ্যাপ গ্রুপে। শুধু তাই নয় এই হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে বিধায়কদের গতিবিধির ওপরেও নজর রাখবে পরিষদীয় দল।

দলের মধ্যে দল গঠন করা বা দলীয় গোষ্ঠী কোন্দল জেরেই জেরবার শাসক দল। অনেক জায়গায় দলীয় নেতাদের ওপরে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছে না। দলের মধ্যে মারামারি দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা কার্যত ঘটছে সাম্প্রতিক কালে। ফলে দলের নেতা থেকে বিধায়কদের ওপরে লাগাম টানতেই তাঁর কালীঘাটের বাস ভবনের বৈঠকের মধ্য দিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটি সহ একাধিক কমিটি গঠন করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কমিটির পর এবার বিধায়কদের নিয়ে হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরির মাধ্যমে দলের রাশ টানতেই কী এই পদক্ষেপ গ্রহণ? উঠছে প্রশ্ন।