নিজস্ব প্রতিনিধি, চন্দননগর: বাড়িতে একাই ছিল শিশুটি। নিজের ঘরে বসে দেখছিল কার্টুন। এরই মধ্যে মৃত্যু হল তার! ৬ বছরের শিশুর অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। এই ঘটনাটি ঘটেছে চন্দননগর কুণ্ডুঘাট এলাকায়। মৃত শিশু ওই এলাকার বাসিন্দা নবকুমার বিশ্বাস ও তনুশ্রী বিশ্বাসের ছয় বছরের ছেলে নিখিল।
সূত্রের খবর, নবকুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর। বুধবার সকাল তিনি কাজে বেরিয়ে যান। দুপুরে বাড়িতে ছেলেকে একা রেখে কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলেন তনুশ্রী। জানা গিয়েছে, মেয়ের স্কুলে গিয়েছিলেন তিনি। নিখিলের দিদি আর মা বিকালে ফিরে এসে দেখেন দোতালার ঘরে নিখিল ঘুমিয়ে আছে। উঠছে না দেখে ডাকতে যায় শিশুর দিদি। দেখে হাত পা ঠান্ডা হয়ে গেছে। তৎক্ষণাৎ চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে অনেক আগেই!
খবর পাওয়া মাত্রই চন্দননগর থানার পুলিশ হাসপাতালে যায়। পরে বাড়িতে গিয়ে শিশুর বাবা মার সঙ্গে কথা বলে। শিশুর মা বলেন, ‘ছেলে কার্টুন দেখছিল। পরে মেয়ে এসে দেখে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। ভাইকে ডাকতে গিয়ে দেখে বমি করে ফেলেছে। ওর বাবাকে ফোন করে খবর দিই।’
বাবা নবকুমার বলেন, ‘ছেলের কোনও শরীর খারাপ ছিল না। কি করে এমন হল বুঝতে পারছি না!’
পুলিশ জানিয়েছে,অস্বাভাবিক মৃত্যু হয়েছে শিশুটির। মৃত শিশুর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। কিন্তু কিভাবে মৃত্যু হল তা জানার জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে দেহটিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ জানা যাবে না বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার।