লাগাতার বিস্ফোরণ! আমডাঙায় বিধ্বংসী আগুন

কলকাতা জেলা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমডাঙায় বেআইনি গ্যাস গোডাউনে বিধ্বংসী আগুন। লাগাতার বিস্ফোরণ, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। পুলিশের মদতেই চলছিল বেআইনি কারবার অভিযোগ স্থানীয়দের।

উত্তর ২৪ পরগনার আমডাঙায় জাতীয় সড়কের পাশে বেআইনি গ্যাস গোডাউনে বিধ্বংসী আগুন। একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণ। এখনো পর্যন্ত দাউদাউ করে জ্বলছে আগুন। তীব্র আগুনে আতঙ্কিত গোটা এলাকা। তুমুল শোরগোল স্থানীয়দের মধ্যে। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ এলাকায়। কাঠগোড়ায় তৃণমূলের বিধায়ক।

সূত্র মারফত জানা গিয়েছে পরপর সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পরে ভয়াবহ ভাবে বিস্ফোরণ সিলিন্ডার উড়ে পাশের বাড়িতে গিয়ে পড়ে। বিস্ফোরণ এই ঘটনায় বাড়ি ছেড়ে মাঠে আশ্রয় এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ ওই ফ্যাক্টরি বেআইনিভাবে চলছিল বহুদিন থেকেই। ঘটনার প্রায় আধ ঘণ্টা অতিক্রান্ত হলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলেই জানা গিয়েছে।