নিউজ পোল ব্যুরো: সম্পন্ন হল রেলের মজদুর ইউনিয়নের নির্বাচন। নির্বাচনে একশ শতাংশ জেতার ব্যাপারে নিশ্চিত করেছেন দক্ষিণ পূর্ব রেলের মজদুর ইউনিয়ন। বহুদিন যাবৎ পেনশন সিস্টেমের জন্য লড়াই করছেন, সেই পরিশ্রমই জেতাবে বলে আশাবাদী তাঁরা।
এ বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের মজদুর ইউনিয়নের সভাপতি এন এন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকার ইউপিএস অর্থাৎ ইউনিফায়েড পেনশন সিস্টেম চালু করেছে। যেখানে ওল্ড পেনশন কেড়ে নিতে চাইছে।’ আর এই নীতিকেই মজদুর বিরোধী বলে দাবি করছেন তাঁরা। কারণ হিসেবে তাঁরা বলেছেন, ‘দুটো ফেডারেশনের সাহায্যে ওল্ড পেনশন ও এমপিএসের মডিফাই করে তাঁরা এই ইউনিয়ায়েড পেনশন সিস্টেম চালু করতে চাইছে। তার বিরুদ্ধেই লড়াই আমাদের। ২০১৩ সালে এই নির্বাচন হয়েছিল।
এগারো বছর পর আজ ৪ ডিসেম্বর থেকে পুনরায় এই নির্বাচন হচ্ছে। ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই নির্বাচন। রাঁচি, রাউরকেল্লা ও সাঁত্রাগাছি সহ প্রায় অনেক জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করছি। অনেক সংগঠন আমাদের সঙ্গে আছে। ওই দুটো ফেডারেশন শ্রমিকদের পিঠে ছুরি মারতে চাইছে। তার বিরুদ্ধেই আমাদের এই লড়াই।’ সব মিলিয়ে এই নির্বাচনে জেতার বিষয়ে আশাবাদী এমনটাই জানিয়েছেন তাঁরা।