আজ থেকেই উত্তরের হাওয়া

আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বৃহস্পতিবার থেকেই বইবে উত্তরে হাওয়া এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী চার দিন অর্থাৎ রবিবারের মধ্যেই নামবে আরও পাঁচ ডিগ্রি পারদ। নতুন সপ্তাহেই জাঁকিয়ে শীত? বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে ধীরে ধারে ফর্মে ফিরছে শীত৷ ঘূর্ণিঝড়ের মেঘ সরতেই ফিরেছে ঠান্ডার আমেজ। সেইসঙ্গে সপ্তাহান্তেই শুরু হয়ে যাবে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ তবে জাঁকিয়ে ঠান্ডার আমেজ পেতে অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ, জানিয়ে দিল হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী সপ্তাহ থেকেই অনুভূত হবে শীত। বিশেষত উত্তরবঙ্গের সব জেলায় এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীত বেশি অনুভূত হবে। আগামী দিনগুলোতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে গোটা বঙ্গ জুড়ে। সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে বেশ কিছু জেলায়। পশ্চিম মেদিনাপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় থাকবে ঘন কুয়াশা। তেমনই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর