হুগলি গ্রামীণ পুলিশের প্রশংসনীয় তৎপরতা

জেলা

নিজস্ব প্রতিনিধি, হুগলি: ফের একবার প্রশংসনীয় তৎপরতা হুগলি গ্রামীণ পুলিশের। দুষ্কৃতী পাকড়াও অভিযানে আবার সাফল্য।
ছক পেতে এবার পোলবা থানা তিন দুষ্কৃতীকে গ্রেফতার করলো হুগলি গ্রামীণ পুলিশ। জানা যায়, ধৃতদের নাম অজয় দুলে, সনৎ আহির ও বিজু মণ্ডল। যাদের মধ্যে দু’জন দাদপুরের বাসিন্দা। আর বাকি এক দুষ্কৃতীর বাড়ি ব্যান্ডেল এলাকায় বলেই জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর গতকাল চুঁচুড়া তারকেশ্বর রোড জোড়াশ্বত্থতলায় একটি ডিপ টিউবওয়েলের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনজনকে দেখে পুলিশ। সেদিন গভীর রাতেই অভিযানে নেমেই তিন দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করা হয়। প্রথমে সন্দেহবশত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশিতে বেরিয়ে আসে ভেজালি রড ভাঙার যন্ত্র। পুলিশের অনুমান, ডাকাতির জন্য ফাঁদ পাতছিল ওই তিন দুষ্কৃতীরা। রাতের অন্ধকারেই ডাকাতির মতলব ছিল তাদের। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পরে জানা যায় দিন দুয়েক আগে সেঁইয়া এলাকায় একটি বাড়িতে তারা ডাকাতি চেষ্টা করেছিল। ধৃত তিনজনকে চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ।

এ বিষয়ে হুগলি পুলিশের সুপার কামনাশিস সেন বলেন, ‘ডাকাতি করার জন্য অস্ত্রশস্ত্র নিয়ে দুষ্কৃতী দল চণ্ডীতলায় আসে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রফতার করতে সমর্থ হয়।’ উল্লেখ্য এর আগে গত বুধবার রাতে ধাওয়া করে একদল ডাকাত ধরে মগরা থানার পুলিশ। জীবনের ঝুঁকি নিয়ে সেই ডাকাতদের গ্রেফতার করে পুলিশ। গত সোমবার চণ্ডীতলা থানার জনাই চিকরন্ড এলাকা থেকে আরেক দুষ্কৃতীকে গ্রেফতার করে চণ্ডীতলা থানার পুলিশ। চারজন ঝাড়খণ্ডের চারজন পুরুলিয়ার দুষ্কৃতী ছিল। ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ১৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল। একের পর এক জাল পেতে পাকড়াও করা হচ্ছে দুষ্কৃতীদের, এরই মধ্যে ফের বড়সড় সাফল্য।

সব মিলিয়ে বর্তমানে হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে চলছে লাগাতার অলআউট অপারেশন। একের পর এক সাফল্য আনার জন্যই তাদের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সকলেই।