শর্ত সাপেক্ষে ইডির মামলায় মিলল জামিন, জেল মুক্তি ঘটতে পারে কালীঘাটের কাকুর

breakingnews অপরাধ আইন কলকাতা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি কলকাতা: শর্ত সাপেক্ষে কালীঘাটের কাকুর জামিন মঞ্জুর। ইডির মামলায় আজ শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিন মঞ্জুর করেন।

সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনে আদালতের দেওয়া শর্ত হল: তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। নথি নষ্ট করা যাবে না। একটা মোবাইল নম্বর আদালতের কাছে জমা রাখতে হবে। ওই মোবাইল নম্বর আদালতের অনুমতি ছাড়া পরিবর্তন করা যাবে না।

এই মুহূর্তে মামলার যা পরিস্থিতি তাতে বলাই যায় এই জামিনের ফলে সুজয়কৃষ্ণ ভদ্র আজই জেল থেকে মুক্তি পেতে পারেন। কারণ, সুজয়কৃষ্ণ ভদ্রকে সিবিআই প্রডাকশন ওয়ারেন্ট পাঠিয়েছিল সংশোধনাগারে। সংশোধনাগার থেকে সেই সময় জানানো হয়েছিল তিনি অসুস্থ। তাই আদালতে প্রোডাকশন করা যাচ্ছে না। এরপরেই সুজয়কৃষ্ণ ভদ্র কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানান। সেই মামলা এখনও পর্যন্ত বিচারাধীন অবস্থায় আছে। অপরদিকে, নিম্ন আদালত জানিয়েছিল, প্রোডাকশন ছাড়া সিবিআই তাঁকে হেফাজতে নিতে পারবে না। ফলে আইনের চোখে সিবিআইয়ের হাতে এই মুহূর্ত অবধি গ্রেফতার নন সুজয়কৃষ্ণ ভদ্র। যেহেতু এদিন তিনি ইডির মামলায় জামিন পেলেন তাই তাঁর জেল থেকে বের হতে আর কোনও বাধা রইল না।

অন্যদিকে, আজ সিবিআই নিম্ন আদালতে নতুন একটি মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট দিয়েছে। যার শুনানি আজ আছে।

এই শুনানির পর যদি আজ নিম্ন আদালত তাঁকে সিবিআই বা জেল হেফাজতে পাঠায় তাহলে আর তাঁর জেল থেকে বেরোবার সম্ভাবনা নেই। আর যদি নিম্ন আদালত তা না করে তাহলে তিনি জেল থেকে মুক্তি পাবেন।