বিশেষ প্রতিবেদন: অবহেলায় পড়ে নিজেই আজ জঞ্জালে পরিণত গারবেজ ক্লিনিং ভ্যান

breakingnews জেলা রাজনীতি স্বাস্থ্য

মৌমিতা সানা, হাওড়া

হাওড়া পুর এলাকায় আবর্জনা পরিষ্কারের জন্য কয়েক লাখ টাকা খরচ করে কেনা হয়েছিল গারবেজ ক্লিনিং ভ্যান। কিন্তু পরিকল্পনার অভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে এই গাড়িগুলো! এছাড়াও পড়ে রয়েছে ময়লা ফেলার প্রচুর ট্রলি ভ্যান।

হাওড়া পুর এলাকায় যত্রতত্র পড়ে থাকে আবর্জনা। এমন অভিযোগ বহুদিন ধরে উঠে আসছে। বিরোধী দল এই বিষয় নিয়ে সরব হয়েছে। সাধারণ মানুষ অতিষ্ঠ। ২০১৩ সালে তৃণমূল হাওড়া পুর বোর্ড দখলের পর শহরে সাফাইয়ের জন্য বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়। কয়েক লাখ টাকা খরচ করে কেনা হয় প্রায় ৩০টি আবর্জনা পরিষ্কারের গাড়ি। কিন্তু সেই গাড়িগুলো বর্তমানে পড়ে পড়েই নষ্ট হচ্ছে! বিভিন্ন সেক্টর অফিসে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। খারাপ হয়ে গিয়েছে যন্ত্রাংশ। আগাছার আড়ালে ঢাকা পড়ে রয়েছে। পড়ে রয়েছে ময়লা ফেলার প্রচুর ট্রলি ভ্যান। এই অবস্থার কথা স্বীকার করে বর্তমান পুর প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, ‘গাড়িগুলো অনেক বছর আগে কেনা হয়েছিল। কিন্তু পরিকল্পনার অভাবে কাজে লাগানো যায়নি।’

বিরোধী দলের অভিযোগ দীর্ঘ ৬ বছর পুরভোট হয়নি। মানুষ পরিষেবা পাবে কী করে? রাস্তায় জঞ্জাল পরিষ্কার হয় না। তবে বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে সুজয় বাবু জানান, ‘শহরের আবর্জনা পরিষ্কারের জন্য নতুন ১০টি গাড়ি কেনা হয়েছে। আরও ৬টি কেনা হবে। যে গাড়িগুলো পড়ে আছে সেগুলোর মধ্যে কিছু গাড়ি সারানো হবে। আগামী দিনে জঞ্জালমুক্ত শহর গড়তে পুরসভা বদ্ধপরিকর। প্রতি ওয়ার্ড পিছু একটি করে মোবাইল গারবেজ ক্লিনিং ভ্যান রাখা হবে।’