লুকোচুরি শীতের! শেষমেষ খোলসা আবহাওয়া দফতরের

আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: কেটেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ এখনও দেখা নেই কনকনে শীতের। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পড়বে জাঁকিয়ে শীত যদিও এবিষয়ে আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আজ শুক্রবারেও শীতের দেখা নেই কলকাতাতেও। সন্ধ্যা ও ভোরের দিকে ঠান্ডার আমেজ অনুভূত হলেও দিন বাড়ার সঙ্গে গরম আবহাওয়া বজায় রয়েছে কলকাতায়।
অন্যান্য জেলার ক্ষেত্রেও সমান অবস্থা, এখনও কনকনে শীতের অপেক্ষায় দিন গুনছে বঙ্গবাসী।
এরইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির নীচে নেমেছে। কোথাও কোথাও রয়েছে হাল্কা বৃষ্টির সম্ভাবনা ।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজও শুস্কই থাকবে জানিয়েছে হওয়া অফিস। হওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০% এবং ন্যূনতম ৪৭%। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়ায় ১৫.৬ ডিগ্রি এবং দিঘায় ১৭.৮ ডিগ্রি।
তবে রাজ্যের কিছু জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামবে জানিয়েছে হওয়া অফিস। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১.৫ ডিগ্রি, যা দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজ তাপমাত্রা কমবে কিছুটা।
শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিংয়ে তাপমাত্রা নামবে ৫.৬ ডিগ্রিতে। কালিম্পঙে তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস জানিয়েছে হওয়া অফিস।
৬-৯ ডিসেম্বর পর্যন্ত দার্জিলিং ও কালিম্পঙের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

আগামী কয়েক দিনের পূর্বাভাস অনুযায়ী
দক্ষিণবঙ্গে ১১ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে আগামী ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আবার আগামী ৫ দিনে তাপমাত্রায় কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।