পাঁচদিন নিখোঁজ থাকার পর মিলল দেহ

জেলা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: কয়েক দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। এই মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মোহিয়াড়ি দাস পাড়া এলাকায়।
সূত্রের খবর, পাঁচদিন নিখোঁজ থাকার পর আজ শুক্রবার বাড়ির কাছেই একটি ডোবা থেকে শেখ হাসান (৩৬ ) নামে এই ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হল। মৃতার পরিবারের তরফ থেকে জানা যায়, রবিবার রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাওয়ার পর সকালে উঠে‌ আর দেখা যায়নি হাসানকে। অনেক জায়গায় খোঁজাখুঁজি করা হয়। শেষ পর্যন্ত না পাওয়া গেলে ডোমজুর থানায় নিখোঁজ ডায়রি করা হয়।
শুক্রবার আনুমানিক বেলা ২ টোর দিকে একটি বাচ্চার নজরে পরে এই দেহ। এলাকার মানুষজন পুলিশ প্রশাসনকে খবর দেয়। মনে করা হচ্ছে বেশ কিছুদিন ধরেই মৃতার দেহ পড়েছিল। তবে কিভাবে পাশের পাড়ার সরু গলির মধ্যে দিয়ে আসলো এই ডোবায়, তা খতিয়ে দেখছে ডোমজুড় থানার পুলিশ। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ। চলেছে তদন্ত।