মৌমিতা সানা, হাওড়া
বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ইয়ুথ ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ (মেন অ্যান্ড ওমেন) এর ফাইনাল অনুষ্ঠিত হল হাওড়ার ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামে। ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এই বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল কলকাতার রেড রোড, ময়দানের ওয়েস্ট বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ড ও হাওড়ার ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামে। বৃহস্পতিবার ফাইনালে মহিলা বিভাগে পরস্পরের মুখোমুখি হয় তামিলনাড়ু এবং কর্ণাটক। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় কর্ণাটক। ফাইনালে তারা তামিলনাড়ুকে ৬১-৫৪ পয়েন্টে পরাস্ত করে। এছাড়া পুরুষ বিভাগের ফাইনালে এদিন মুখোমুখি হয় কর্ণাটক এবং রাজস্থান। রাজস্থান ৮৫-৬৭ পয়েন্টের ব্যবধানে কর্ণাটককে পরাজিত করে।
এদিন ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের মন্ত্রী অরূপ রায়, রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়ার জেলাশাসক পী দীপাপপ্রিয়া, ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ভি সলোমান নিশা কুমার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার আঢ্য, হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল মিত্র, হাওড়া পুরসভার কমিশনার বন্দনা পোখরিওয়াল সহ অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সলোমন নেশাকুমার বলেন, ‘খুব সুন্দরভাবে এই প্রতিযোগিতা করানো সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন।’ ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি বলেন, ‘এটা খুবই গর্বের ব্যাপার। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।’
চ্যাম্পিয়ন টিমের খেলোয়াড় পীযূষ বলেন, ‘এই টুর্নামেন্টে গোল্ড জিতেছে তারা। পরের প্রতিযোগিতাতে গোল্ড জিতবে। আজ ফাইনাল প্রতিযোগিতার পর উইনার্স ও রানার্স টিমের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।