৫০ মিটার দূরে ছিটকে গেল দেহ! ভয়ঙ্কর বিস্ফোরণ

breakingnews

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভয়ঙ্কর বিস্ফোরণে ৫০ মিটার দূরে ছিটকে গেল দেহ। শুক্রবার সকালে স্ক্র্যাপইয়ার্ড থেকে বিস্ফোরণের বিকট আওয়াজে কাঁপলো এলাকা। এখনও আতঙ্কিত স্থানীয়রা।
জানা গিয়েছে একটি বাতিল ট্যাঙ্কার কাটার সময় চেম্বারে ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে ৫০ মিটার দূরে ছিটকে গেল এক শ্রমিকের দেহ।
শ্রমিকের দেহ গাছে ঝুলতে দেখে রীতিমত স্তম্ভিত প্রত্যক্ষদর্শীরা। গোটা ঘটনায় ভয়ে-আতঙ্কে শিহরিত স্থানীয়রা।
থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রবল বিস্ফোরণ। শুক্রবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দমদমের সিঁথি এলাকায়। ঘটনায় আরও এক শ্রমিকের আহত হওয়ার খবর মিলেছে এরইমধ্যে। বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসারত তিনি।

জানা যায় বাতিল ট্রাক ও ট্যাঙ্কার গ্যাস কাটার দিয়ে কেটে তার ধাতু ফের ব্যবহারের জন্য বিক্রি করার কারবার চলে ওই এলাকায়। স্থানীয়দের দাবি পুরো কারবারটাই অবৈধ। এখন প্রশ্ন একটাই, ঢিল ছোঁড়া দূরত্বে থেকেও সত্যিই কি এ বিষয়ে কিছুই জানতো না পুলিশ প্রশাসন? কেন চোখে পড়েনি এরূপ অবৈধ কাজকর্ম? প্রশ্ন তুলছেন স্থানীয়রাই। ঘটনার পরে উঠে আসে আরো এক চাঞ্চল্যকর তথ্য। বেশ কিছু স্থানীয়দের দাবি এই অবৈধ কাজের জেরে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে এলাকায়। কখনও আগুন কখনও আবার বিস্ফোরণ।

এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এখানে কাটাইয়ের ব্যবসা সম্পূর্ণ অবৈধ। কোনও সুরক্ষাবিধি মানে না এরা। এই জায়গায় একটা পুকুর ছিল। সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে। থানার সামনে এতবড় বেআইনি কাজ চললেও বাধা দেয় না পুলিশ।’
এ বিষয়ে অবশ্য স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, কাজটি একেবারেই অবৈধ নয়। পুলিশের অনুমতি নিয়েই চলে সমস্ত কর্মকাণ্ড।’ এমনই দাবি করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।