নিজস্ব প্রতিনিধি,কলকাতা: শহরে ঘর ভাড়া করে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন মানেই বিনোদন কর দিতে হবে – এই ধারনা থেকে বেরিয়ে আসছে পুরসভা। নতুন নিয়মে ডিস্কো থেক, নাইট ক্লাব,শপিং মল, ডিজে, এফ এম রেডিও, লাইভ ব্যান্ড ও বিনোদনের আওতায় পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুরসভার বিনোদন কর দিতেই হবে। সম্প্রতি মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার আয়ের উৎস বাড়াতে বিনোদন কর থেকে আয় বাড়ানোর ওপর জোর দেন।
ঠিক হয়েছে যেসব সংস্থা অথবা বাণিজ্যিক সংস্থা বিনোদন কর দেবেনা অথবা বিশাল অংকের টাকা বকেয়া পড়ে আছে সেখানে নোটিশ দেওয়া হবে।
এক আধিকারিকের কথায়,” কোনোও বড় ক্লাব অথবা ডিস্কো থেকে নোটিশ দেওয়া হলে সামাজিক সম্মান হানি হবে। লোকজন জানতে পারবে কর দেওয়া হয় না। ফলে নিজেদের স্বার্থেই দ্রুত বিনোদন কর মিটিয়ে দেবে।”
গত অর্থ বর্ষে বিনোদন কর থেকে কলকাতা পুরসভার আয় হয়েছিল প্রায় ৮.৫কোটি টাকা। চলতি বছরের শেষ তিনমাসের তথ্য বলছে অন্তত ৮০ শতাংশ আয় বাড়বে। কারন আয় বাড়ানোর আরোও অনেক নতুন জায়গা খুঁজে পেয়েছে পুরসভা।
বিনোদন করের আওতায় বিলিয়ার্ড টেবিল, পুল টেবিল, মিড নাইট, লেট নাইট ক্লাব। বিনোদন করের আওতায় আনা হয়েছে ‘ ডগ রেস, কলকাতা পুরসভার উদ্যানে কোনোও ক্লাব থাকলে তাকেও বিনোদন কর দিতে হবে। এর মধ্যে সিনেমা , টিভির শ্যুটিং এর জন্য যেমন রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের অনুমতি নিতে হয়, তেমনই পুরসভার অনুমতি নিতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আউটডোর এবং ইনডোর শ্যুটিংএর জন্য বিনোদন কর দিতে হবে বলে ওই আধিকারিক জানিয়েছেন।