নিজস্ব প্রতিনিধি কলকাতা: শপিং মলে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে গ্রেফতার এক তরুণী-সহ চার জন। ধৃতদের মধ্যে ৩ জন জুনিয়র চিকিৎসক! প্রতারণার অভিযোগে তাঁদের গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এদের মধ্যে ৩ জন হোমিওপ্যাথি কলেজের জুনিয়র ডাক্তার, এমনটাই পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের একটি শপিং মলে এই চারজন যায়। সেখানে গিয়ে ৱ্যাকে যে জামাকাপড় ঝোলানো থাকতো সেই কাপড়ের প্রাইস ট্যাগ তুলে নতুন স্টিকার লাগিয়ে দিত। এর পর সেই কাপড় নিয়ে কাউন্টারে দিয়ে কম দামে জামা কিনত।
বৃহস্পতিবার সল্টলেকের একটি শপিং মলে গিয়ে একই পদ্ধতি অবলম্বন করে যখন কাউন্টারে বিল করাতে যায় সেই সময় বিলিং সেকশনের কর্মীদের সন্দেহ হয়। তাঁরা দেখেন যে জামাকাপড় তাঁরা নিয়ে এসেছেন তাঁর দাম যা ছিল তার থেকে অনেক কম দাম দেখাচ্ছে। তখনই তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এরপর তাঁদের আটকে রেখে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই পুরো বিষয়টি সামনে চলে আসে। এরপরেই বিধাননগর দক্ষিণ থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে শপিং মলের কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তাঁদেরকে আটক করে। পরে তাঁদের গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়।