মৃতের দেহের সঙ্গে ধ্যানমগ্ন, লুকোনো ছিল ৭৩টি শবদেহ, ৬০০ কুমির!

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: এ এক তাজ্জব ঘটনা। বৌদ্ধ গুম্ফার হাড়হিম করা রহস্যময় ঘটনা। থাইল্যান্ডের একটি বৌদ্ধ মঠ থেকে মিলল ৭৩টি মৃতদেহ সঙ্গে মঠের ভিতর একাধিক পুকুর থেকে ৬০০টিরও বেশি কুমির।

জানা গিয়েছে, মঠটির ভেতরে উন্মুক্ত একটি ধ্যানঘরের সন্ধান মিলেছে। মঠের ভেতরে রয়েছে চারটি খাবার ঘর। সেখানে বাঁশের তৈরি বেশ কয়েকটি ধ্যান মণ্ডপ রয়েছে। মণ্ডপগুলির প্রতিটিতে চার-পাঁচটি কফিন খুঁজে পেয়েছে পুলিশ।

দু’টি মঠেরই দায়িত্বপ্রাপ্ত প্রধান ভিক্ষু ফ্রা আজান সাই ফন পন্ডিত জানান, মৃতদহগুলি ভিক্ষুদের মৃত্যুভয় কাটিয়ে তোলার জন্য ব্যবহার করা হত। পান্ডিত নিজেও অলৌকিক শক্তির অধিকারী বলে দাবি করেন তাঁর ভক্তরা।মৃতদেহ সামনে রেখে বৌদ্ধ সাধুরা ধ্যান করতেন। এই পদ্ধতি প্রয়োগ করে সন্ন্যাসীদের মানসিক স্থিতিশীলতা এবং শৃঙ্খলা বাড়ানোই মূল উদ্দেশ্যে ছিল তাঁর। এর স্বপক্ষে মৃত্যুর শংসাপত্রও দেখান তিনি।

এরইমধ্যে পুলিশ মৃতদেহগুলিকে বাজেয়াপ্ত করে নিয়ে যায়। তবে মন্দিরের ভেতরে এত কুমির কেন পোষা হয়েছিল, তা ঘিরে রয়েছে ধোঁয়াশা। চলছে তদন্ত।