নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ আবাস যোজনায় নাম রয়েছে ভাইয়ের অথচ নাম নেই তাঁর, রাগ থেকেই কুপিয়ে খুন।
আবাস যোজনায় নাম কেটে বাদ দিয়েছে খুরতুতো ভাই সেই সন্দেহেই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ। নিজের খুরতুতো ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো হাওড়ায়। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার বিশ্বেস্বরপুর গ্রামের। অভিযুক্ত বিকাশ পন্ডিত এখন পলাতক। এরইমধ্যে তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে সম্প্রতি আবাস যোজনায় বিকাশ পন্ডিতের নাম নেই। সন্দেহ তার খুরতুতো ভাই প্রাক্তন পঞ্চায়েত সদস্যা রানুবালা পন্ডিতের স্বামী সমীরন পন্ডিতের চক্রান্তের জন্যই নাম বাদ করেছে তালিকা থেকে সেই সন্দেহেই বিকাশ পন্ডিত ও তার দলবল সমীরণ পন্ডিতকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। অভিযোগ এনেছেন পরিবারসহ বেশ কিছু স্থানীয়রা।
পরিবার সূত্রে খবর বাগান্ডায় শুক্রবার সন্ধ্যায় সমীরন পন্ডিতের বাড়িতে জন্মদিন ছিল। সেই জন্মদিনের দিন সমীরন জরির কাজ আনতে বাইরে বেরোন। অভিযোগ তারপর বিকাশ পন্ডিত ও তার দলবল সমীরনের বাড়ি থেকে পঞ্চাশ মিটির দূরে সমীরনকে কোপাতে শুরু করে। সমীরনের চিৎকারে বিকাশ পন্ডিত ও তার দলবল পালিয়ে যায় । এরপর সমীরনকে উদ্ধার করে স্থানীয়রা উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে নিয়ে যায় । সেখান থেকে তাকে কোলকাতার হাসপাতালে নিয়ে যাবার পথে সমীরণ মারা যান।
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ পিকেট বসেছে এলাকায়। পুরোদমে চলছে তদন্ত।