নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হলুদ ট্যাক্সি এক মাসের মধ্যে হারিয়ে যাওয়া বন্ধ করতেই চলছে জোর কদমে আলোচনা। হলুদ ট্যাক্সিকে বাঁচাতে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে আগেই চিঠি দিয়েছিলেন ট্যাক্সি চালকরা। সেখানেই মিলেছিল সুখবর। মনে হয় হারিয়ে যাচ্ছে না হলুদ ট্যাক্সি। বরঞ্চ নতুন রূপে ফিরে আসবে আবারও রাজপথে এমনটাই জানা গিয়েছিল সেই সময়।
এরপর কেটে গেছে মাঝে অনেকগুলো দিন। আজ শুক্রবার আবারও রাজপথে হলুদ ট্যাক্সি না তোলার দাবিতে বিক্ষোভ। প্রসঙ্গত, ১৫ বছরের বেশি হলুদ ট্যাক্সি গ্রীন ট্রাইবুনালের নির্দেশে সরে যেতে হবে জানুয়ারি মাসে। এর ফলে কলকাতায় অর্ধেক হয়ে যাবে হলুদ ট্যাক্সির সংখ্যা। রুটি রুজির সঙ্কটে পড়বেন ট্যাক্সিচালক ও পরিবারেরা। তাই হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি ও সেবাদল।
উত্তম কুমার থেকে সত্যজিৎ রায় হলুদ ট্যাক্সিতে চলেছেন অনেক বিখ্যাত গুণীজনেরা। সেই ছবি বুকে নিয়ে মিছিল করলেন ট্যাক্সি চালক ও শ্রমিক সংগঠনের সদস্যরা। সেখানেই কার্যত হলুদ ট্যাক্সি দিয়েই অবরোধ করা হল রাজা রামমোহন রায় সরণী। বউবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ের কাছে কার্যত যানজটে নাকাল হন নিত্যযাত্রীরা।
এ বিষয়ে আইএনটিইউসি সেবা দলের সভাপতি জানান, ভারতের মধ্যে কেবলমাত্র হলুদ ট্যাক্সি চলে কলকাতাতেই, এটাই আমাদের গর্ব। তাই হলুদ ট্যাক্সিকে হেরিটেজ করার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। এর শাপাশি আরও একটি দাবি রাখেন তাঁরা, আর্জি জানান হলুদ ট্যাক্সির মেয়াদ আরও দশ বছর বাড়ানোর জন্য।
সাধারণ মানুষের এবং ট্যাক্সিচালকদের পরিবারের কথা, রুটি রোজকারের কথা মাথায় রেখে পদক্ষেপ নেওয়ার জন্য এদিন সংবাদ মাধ্যমের কাছেও অনুরোধ করেন তাঁরা।