নতুন বছরে হাওড়াবাসীর স্বস্তি! মিলছে ২ কোটির উপহার

breakingnews শহর

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নতুন বছরের আগেই শুরু হতে চলেছে রাস্তা তৈরির কাজ। ভোগান্তি মিটবে হাওড়ার একাংশে। সব মিলিয়ে দুই কোটি টাকার উপহার হাওড়াবাসীকে। দীর্ঘদিনের ভোগান্তি, বারে বারে উঠেছে রাস্তা তৈরির দাবি অবশেষে স্থানীয়দের অভিযোগের অবসান। হাওড়ার উনসানিতে শুরু হচ্ছে রাস্তা তৈরির কাজ।

রাস্তার দাবি দীর্ঘদিনের, সমস্যায় জেরবার বাসিন্দারা। অবশেষে চালু কাজ, নতুন বছরের আগেই শুরু তোড়জোড়। কয়েক মাসের মধ্যেই হাওড়ার উনসানিতে তৈরি হতে চলেছে রাস্তা। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হল হাওড়ার জগাছার উনসানিতে। রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ১.৯৪ কিলোমিটার এবং প্রস্থে প্রায় ১৬ ফুট।

হাওড়া পুরসভা এলাকার ৪৬নং ওয়ার্ডে উনসানি পঞ্চাননতলা থেকে শীতলের চায়ের দোকান পর্যন্ত ওই বিস্তীর্ণ অঞ্চলের রাস্তা নির্মাণের কাজ চলছে।

এবিষয়ে পুরসভার উপ মুখ্য প্রশাসক সৈকত চৌধুরী বলেন, ‘৪৬ নম্বর ওয়ার্ডের উনসানির মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যেন এই রাস্তাটি নির্মাণ করা হয়। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে বর্তমানে এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। দীর্ঘ এই রাস্তা নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাস্তা নির্মাণ সম্পূর্ণ হলে ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এতে উপকৃত হবেন।’