জনসংযোগে বেরিয়ে জল চুরি ধরলেন বিধায়ক

breakingnews জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হুগলি : শনিবার ফের জনসংযোগে বেরিয়ে জল চুরি ধরলেন বিধায়ক। হাত জড় করে অনুরোধ করলেন লাইন কেটে দেওয়ার। না দিলে আইনত ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও দিলেন।

আজ শনিবার বিকেলে কোদালিয়া-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নলডাঙা নারায়ণপুর এলাকায় জনসংযোগে বের হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পিএইচইর পানীয় জল দিয়ে মাছ চাষ হচ্ছে অভিযোগ পেয়ে এক গৃহস্থের বাড়িতে ঢুকে দেখেন রীতিমতো চৌবাচ্চা বানিয়ে পানীয় জল দিয়ে মাছ চাষ চলছে!

বাড়ির মালিক পিন্টু রায়কে ডেকে বিধায়ক তাঁকে বলেন, ‘লাইন কাটিয়ে দিন না। হলে এফআইআর হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবেন।
কেন পানীয় জল অপচয় করছেন?’

এই প্রশ্নের জবাবে বাড়ির মালিক পিন্টু রায় বলেন, ‘অনেকেই করছে তাই করছি। পিএইচইর জল পানীয় জল হিসেবে ব্যবহারের জন্য সরকারের তরফে সরবরাহ করা হয়। তবে অনেকেই তা রাস্তা ধোয়ার কাজেও লাগাচ্ছেন দেখি! তাই আমিও করেছি।’
পানীয় জলে মাছ চাষ হচ্ছে জানতে পেরে পঞ্চায়েত নিষেধ করেছিল। তাও শোনেননি বলে অভিযোগ এই পিন্টু রায়ের বিরুদ্ধে।

বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘মুখ্যমন্ত্রী বার বার বলছেন পিএইচইর পানীয় জল অপচয় না করতে। অথচ এভাবে জল চুরি হচ্ছে! ওনাকে লাইন কেটে দিতে বলেছি। কয়েকদিন দেখা হবে। না কাটলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, এরই মধ্যে জল প্রকল্পের চুরি নিয়ে ৪৩০ টি অভিযোগ জমা পরেছে। ৩১টি এফআইআর হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী হোয়াটস অ্যাপ নম্বর দিয়ে সরাসরি অভিযোগ করতে বলেছেন। তার পরেও দেখা যাচ্ছে জল চুরি ও অপচয় চলছেই! এখন দেখা যাক এই বিষয়ে প্রশাসন কতটা সদর্থক ভূমিকা নিতে পারে অপচয় ও চুরি ঠেকাতে।