নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ একই গেস্ট হাউসে আবারও রহস্যজনক মৃত্যু। চেতলার এক গেস্ট হাউসে এক ব্যাঙ্ক কর্মীর মৃত্যুর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। হোটেলে খুন এবং ধর্ষণের মতো ঘটনা আগেও ঘটেছে দাবি স্থানীয়দের। ঠিক এই কারণেই গেস্ট হাউসটি বহুদিন ধরেই চর্চায় ছিল এলাকার।
এবার ফের চেতলায় আলিপুর গেস্ট হাউজ থেকে উদ্ধার হল মহিলা ব্যাঙ্ক কর্মীর দেহ। হোটেলের তিনতলার ঘর থেকে মহিলা ব্যাঙ্ক কর্মীর দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা। জানা যায় মৃত ব্যাঙ্ক কর্মীর নাম সুমনা মণ্ডল(৩৫)। হোটেলের রেজিস্টারে ঠিকানা হিসেবে লেখা ছিল কসবার ঠিকানা।
সূত্রের খবর গতকাল শুক্রবার চেক ইন থেকে আজ শনিবার সকাল ১১ টায় চেক আউট পর্যন্ত ঘর থেকে একবারও বাইরে আসেননি তিনি। চেতলা থানা সূত্রে খবর, তিনি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কর্মী। পুলিশের প্রাথমিক অনুমান বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যাঙ্ক কর্মী। কিন্তু বাড়ি ছেড়ে হোটেলে কেন আত্মহত্যা? সে বিষয়ে তথ্য মেলেনি এখনও পর্যন্ত। এরই মধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
এ বিষয়ে গেস্ট হাউজের ম্যানেজার সোমনাথ শাসমল বলেন, ‘গতকাল সকাল ১১টায় ওই মহিলা নিজের আই কার্ড দেখিয়ে এই ঘরে ওঠেন। এরপর সারাদিন তিনি বাইরে বের হননি। আজ সকালে তাঁর চেক আউটের টাইম হয়ে যাওয়া তাঁকে যখন বারবার নক করা হচ্ছিল কোন রেসপন্স করছিলেন না! এরপর পুলিশের খবর দেওয়া হলে চেতলা থানার পুলিশ এসে ওই ঘরের দরজা খুলে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। গতকাল থেকে কোন খাবারও তিনি অর্ডার করেননি শুধুমাত্র এক বোতল জল নিয়েছিলেন।’