নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উল্টোডাঙায় পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসেছে রাজ্যের পরিবহন দফতর। তৈরি করেছে বাস সহ বিভিন্ন যানবাহনের জন্য নয়া আচরণবিধি। সমস্ত গণপরিবহন সংগঠনের কাছে পাঠান হল এই আচরণ বিধি। এর পাশাপাশি এক লিখিত নির্দেশ ও পাঠান হল রাজ্য সরকারের পরিবহন দফতরের তরফে। এমনকি, এই নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারীও দেওয়া হয়েছে।
সরকারের তরফে প্রেরিত নির্দেশাবলী হল….
১. বাসস্ট্যান্ডে সর্বোচ্চ ৩০ সেকেন্ডের বেশি কোন বাস দাঁড়াতে পারবে না।
২. নির্দিষ্ট স্টপেজের জায়গা ছাড়া রাস্তার অন্যত্র দাঁড়িয়ে যাত্রী তুলতে পারবে না কোন বাস।
৩. প্রত্যেকটি বাসে লাগাতে হবে কি কোড। চালকের মোবাইলে থাকবে একটি বিশেষ অ্যাপ এই অ্যাপটি হল নজরদারির জন্য।
৪. এর মাধ্যমে বোঝা যাবে একই রুটের অন্য কোন বাস ওই নির্দিষ্ট বাসটির আশেপাশে না থাকায় তার গতি কমেছে কিনা বা অন্য কোন বাস থাকায় তার গতিবেগ বেড়েছে কিনা তাও ডিটেকটেড হবে।
৫. পাশাপাশি যাত্রী সাধারণের জন্য বাস স্ট্যান্ডগুলোতে থাকছে বিশেষ ব্যবস্থা। ডিসপ্লে বোর্ডের মাধ্যমে কোন বাস কখন কোথায় আসছে সেই খবরও যাত্রীদের কাছে পৌঁছে যাবে। এর ফলে একটি ভিড় বাসে যাত্রীদের ওঠার জন্য তাড়াহুড়ো করতে হবে না এবং রেষারেষি বন্ধ হবে।
এবার থেকে পরিবহণ দফতরের এই নয়া নির্দেশিকা না মানলে বড় অঙ্কের জরিমানার কথাও ভাবা হয়েছে পরিবহণ দফতরের তরফে। যে বাস এই সিদ্ধান্ত মেনে চলবে না, তাদেরকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।