পাড়ার গলির মুখেই স্ত্রীকে পেছন থেকে জাপটে ধরে এলোপাথাড়ি কোপ স্বামীর!

অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো, মালবাজার: স্বামীর সঙ্গে নিত্য অশান্তিতে বিরক্ত হয়ে পুজোর আগে বাপের বাড়িতে চলে এসেছিলেন স্ত্রী। তারপর থেকে সেখানেই ছিলেন তিনি। কিন্তু বিষয়টি না পসন্দ ছিল স্বামীর। স্ত্রী যখন কাজে যাচ্ছিলেন সেই সময় আজ সোমবার সকালে রাস্তার ধারে ঝোপের মধ্যে লুকিয়ে ছিলেন স্বামী। স্ত্রীকে দেখতে পেয়েই পেছন থেকে জাপটে ধরে হামলা চালান। ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিনেমা হল পাড়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত স্ত্রী দিপালীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিপালী সরকারের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় গোসাইহাট এলাকার বাসিন্দা নির্মল সিংহের। আক্রান্ত মহিলা দিপালীর অভিযোগ, প্রায়ই তাঁর স্বামী মত্ত অবস্থায় বাড়ি ফিরে এসে মারধর করতেন। বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতেন। এমন কি গাছে বেঁধেও নির্মম অত্যাচার চালাতেন বলে তাঁর অভিযোগ। সেই কারণে পুজোর আগে দিপালীকে বাড়িতে ফিরিয়ে আনেন বাপেরবাড়ির সদস্যরা।

বাড়ি ফিরে নিজের খরচ চালানোর জন্য সুপারের খোলানে কাজ করতে শুরু করেন দিপালী। অভিযোগ, সেখানে যাওয়ার সময়ই এদিন সকালে দিপালীর ওপর তাঁর স্বামী পেছন থেকে ধারাল অস্ত্র নিয়ে হামলা করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দিপালী। পরিবারের সদস্যরা তাঁকে ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁর মাথায় সাতটি সেলাই করেন। আপাতত টাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী।