নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শারীরিক অসুস্থতার কারণে আজ সোমবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিতে পারছেন না সুজয়কৃষ্ণ ভদ্র। এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে তিনি হাজিরা দিতে পারছেন না বলে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ সিবিআইকে চিঠি দিয়ে জানিয়েছে বিষয়টি।
উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র কলকাতা হাই কোর্ট থেকে আগেই জামিন পেয়েছেন। তবে নিম্ন আদালতে তাঁর একটি মামলা চলায় এই মুহূর্তে জেল মুক্তি ঘটেনি সুজয়কৃষ্ণ ভদ্রের। সেই মামলার প্রেক্ষিতেই আজ ব্যাঙ্কশাল আদালতে তাঁর স্বশরীরে হাজিরা হবার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি সেখানে উপস্থিত থাকতে পারবেন না এমনটাই চিঠি মারফত তদন্তকারী সংস্থাকে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। যার ফলে আবারও পিছিয়ে গেল এই মামলার শুনানি। আর এর জেরেই এখনই জেল মুক্তি ঘটছে না সুজয়কৃষ্ণ ভদ্রের এ কথা বলাই বাহুল্য।