নিখোঁজের সন্ধান পেতে CBI দ্বারস্থ ‘জনগণে’র, পোস্টারে সিবিআই

অপরাধ কলকাতা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা: এবার নিখোঁজদের সন্ধান পেতে জনগণের দ্বারস্থ হলেন সিবিআই। নিখোঁজদের সন্ধান পেতে এবার জেলার বিভিন্ন স্টেশন আর বাজারে পোস্টার সাঁটল সিবিআই। সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার চার নিখোঁজের সন্ধান মেলেনি সিবিআইয়ের তদন্তে। তাই জনগণের দ্বারস্থ হয়েছেন সিবিআই। জানা গিয়েছে, এই চারজন একসঙ্গে নিখোঁজ হননি। তিনটি বিভিন্ন ঘটনায় নিখোঁজ হন চারজন।

নিখোঁজ এক যুবক, এক গৃহবধূ ও দুই নাবালিকা প্রত্যেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা, এবং এই চারজনে আলাদা আলাদা সময় নিখোঁজ হয়েছেন। তবে নিখোঁজের অধিকাংশ কারণ অপহরণ বলেই মনে করা হচ্ছে।এই অপহরণ ঘটনার পর সিআইডিকে তদন্তভার দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত হাই কোর্টের নির্দেশে এই তদন্তভার হাতে পায় সিবিআই। এবার নিখোঁজদের সন্ধান পেতে এলাকার বাসিন্দাদেরই তথ্য ‘ভরসা’ সিবিআইয়ের। এরইমধ্যে শিয়ালদহ দক্ষিণ শাখার স্টেশনগুলিতে নিখোঁজদের রঙিন ছবি ও বিবরণ দিয়ে পোস্টার দেওয়া হয়েছে। যদিও সিবিআই মনে করছেন, এত বছরে অনেকেরই মুখের গঠন পরিবর্তন হয়েছে, তাই তাদের শনাক্ত করতে অসুবিধের মুখে পড়তে হতে পারে । যদিও হাল ছাড়ছে না সিবিআই। চলছে তদন্ত