বাকসাড়ায় সূচনা, শুরু হাওড়ার পাইপলাইনের কাজ

জেলা

নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ হাওড়া শহরের জল সরবরাহ স্বাভাবিক রাখতে শুরু হল কাজ। আজ সোমবার থেকেই হাওড়া পুরসভার উদ্যোগে জোর কদমে চলবে পাইপ লাইনের কাজ।
কিছুদিন আগেই হাওড়ার বাকসাড়া এলাকায় জল সরবরাহের বড় পাইপলাইনে লিকেজের ঘটনা ঘটে। সেই ঘটনা যাতে ভবিষ্যতে না হয় সেই কারণে এরই মধ্যে হাওড়া পুরসভার জল বিভাগের তরফ থেকে ওই এলাকায় নতুন করে ২০ ফুট দৈর্ঘ্যের পাইপলাইন প্রতিস্থাপনের কাজ চলছে। সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এলাকায় যান হাওড়া পুরসভার জল সরবরাহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ পুর-প্রশাসক সৈকত চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা।

এই বিষয়ে সৈকত চৌধুরী বলেন, ‘হাওড়া পুরসভার জল বিভাগের তরফ থেকে বাকসাড়া অঞ্চলে একটি জলের পাইপলাইন পরিদর্শন করা হয়েছে। এটি ১৫৭৫ ডায়ামিটারের পাইপ। কিছুদিন আগেই ওই বড় পাইপলাইনটি লিকেজ হয়েছিল। তা জলের নিচে থাকার কারণে ওই পাইপটির অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। ওই লিকেজ সারাই করা সত্ত্বেও কিছুদিন বাদে পুনরায় দেখা যায় লিকেজের পাশাপাশি অংশেও নতুন করে লিকেজ সৃষ্টি হচ্ছিল।ভবিষ্যতে যাতে এরকম লিকেজ না হয় সেই কারণে বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। দৈর্ঘ্যে প্রায় কুড়ি মিটারের মতো লম্বা পাইপলাইনের একটি অংশ নতুন করে প্রতিস্থাপন করতে চলেছি। এই কাজ আমরা দ্রুত শেষ করতে চাই। সেই কাজ কতদূর এগিয়েছে তা এদিন পরিদর্শন করা হয়েছে। চলতি ডিসেম্বর মাসেই এই কাজ আমরা সম্পূর্ণরূপে শেষ করতে পারব বলে মনে করছি।’