বিদেশ সচিবের দৌত্য সফল হবে, আশাবাদী মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক কলকাতা রাজনীতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের তীব্র নিন্দা করেছেন। তবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাবে এপার বাংলাতেও যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের পরিবেশ নষ্ট না হয় তা নিশ্চিত করতে রাজ্যবাসীকে তিনি আহ্বান জানান। বিধানসভায় আজ সোমবার শীতকালীল অধিবেশনে যোগ দিয়ে নিজের বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোন সম্প্রদায় নয় দাঙ্গা করে সমাজবিরোধীরা।’ এ রাজ্যে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ যেভাবে একই সুরে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের প্রতিবাদে সরব হয়েছেন সেজন্য মুখ্যমন্ত্রী তাঁদের কৃতজ্ঞতা জানান। পাশাপাশি রাজ্যে সম্প্রীতির পরিবেশ যাতে অক্ষুন্ন থাকে সকলকে মন্তব্য করার সময় সতর্কতা অবলম্বন করার তিনি আর্জি জানিয়েছেন।

এ ব্যাপারে কয়েকটি গণমাধ্যম এবং রাজনৈতিক দলের ভূমিকার নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভুয়ো তথ্য এবং ভিডিও ছড়িয়ে পড়ছে। একটি রাজনৈতিক দল বাংলাদেশের পরিস্থিতিকে ব্যবহার করে এখানে পরিস্থিতি উত্তপ্ত করে তুলতে চাইছে। তাঁদের মনে রাখতে হবে এ ধরনের আচরণে এ রাজ্যের যেরকম ক্ষতি হবে, তেমনি প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘু নাগরিকেরা আরও সমস্যায় পড়বেন।’ একই সঙ্গে জানিয়েছেন ওপার থেকে আসা নিপীড়িত মানুষকে আশ্রয় দেওয়ার ব্যাপারে প্রস্তুত থাকলেও এক্ষেত্রে তিনি কেন্দ্রীয় সরকারের নীতি মেনে চলবেন।

বিদেশ সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশ সফরের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বিদেশ সচিবের দৌত্য সফল হবে। এই ব্যাপারে তিনি আশাবাদী বলেও জানান।