নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি হাসপাতালে আয়াদের নাম ঠিকানা অফিসিয়ালি থাকে না। সরকারের খাতায় এদের স্বীকৃতি দেওয়া হোক। নাম পরিচয় না থাকার কারণে কোনও আয়ার দ্বারা কোন রোগীর ক্ষতি হলে তার দায় সরকার নেয় না। সেই কারণেই নাম পরিচয় নথিভুক্ত করেই আয়ারা সরকারি হাসপাতালে কাজ করুক এই দাবি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের।
সরকারি হাসপাতালের আয়া মাসীদের নেই কোন স্বীকৃতি। কে বা কারা এই প্রফেশনে কাজ করেন তাঁর নথি সরকারের কাছে থাকে না। ফলে প্রতিদিন প্রতিনিয়ত এত মানুষ বিভিন্ন দফতরে কাজ করছেন তাঁদের কোনও বৈধ নথি থাকছে না। তাহলে এদের দ্বারা যদি রোগীর কোন ক্ষতি হয় সেই দায় নেবে কে? এই কারণে এই আয়া মাসিদের নাম নথিভুক্ত করুক সরকার। অন্তত তাদের রেজিস্ট্রেশন মেইনটেইন করা হোক এই দাবি নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী।
এই মর্মে আইনজীবী রাজদীপ মজুমদার মামলা দায়ের করে দাবি করেন, সমস্ত সরকারি হাসপাতালে আয়া হিসেবে যারা কাজ করেন তাঁদের সব নথি তথ্য সরকারের কাছে তথ্যগত করতে হবে। তা না হলে এই রোগীরা ওই আয়াদের আওতাতে থাকাকালীন তাঁদের কোনও ক্ষতি হলে কারুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না।
তাছাড়াও এই আয়াদের ভূমিকা থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা ডাক্তার এবং নার্সদের সহায়তা করেন রোগী দেখার ক্ষেত্রে তাহলে এরা স্বীকৃতি পাবে না কেন এই দাবির সমর্থনেই মূলত মঙ্গলবার মামলা দায়ের কলকাতা হাই কোর্টে।