চিরনিদ্রায় প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরোঃ প্রয়াত হলেন ‘সিলিকন ভ্যালি’-র স্রষ্ট, প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণা। মঙ্গলবার ভোররাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার ভোর পৌনে তিনটে নাগাদ বেঙ্গালুরুতে নিজের বাড়িতে গত হয়েছে প্রাক্তন বিদেশমন্ত্রী।

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী সোমানাহাল্লি মাল্লাইয়া কৃষ্ণা।
গত কয়েকমাস ধরেই শারীরিক অসুস্থতার কারণে ঘনঘন হাসপাতালে ভর্তি করানো হচ্ছিল তাঁকে। অবশেষে ৯২ বছর বয়সে জীবনাবসান।

গত বছরই পদ্ম বিভূষণ পুরস্কার দেওয়া হয় তাঁকে। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন বিশ্বের মানচিত্রে ‘সিলিকন ভ্যালি’ হিসাবে বেঙ্গালুরুর নাম উঠে আসে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়াও তাঁর মৃত্যুখবর শোকের ছায়া আনে গোটা দেশের রাজনীতিতেও।
তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু।

১৯৩২ সালে কর্নাটকের মান্ডা জেলার সোমানহাল্লিতে জন্মগ্রহণ করেন এস এম কৃষ্ণা৷ টেক্সাসের সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হন ৷ ১৯৬২ সালে মাদ্দুর বিধানসভা আসন থেকে জিতে রাজনীতিতে তাঁর কর্মজীবন শুরু করেন।

তাঁর রাজনৈতিক জীবনের অনেকটা সময় কংগ্রেসে কাটালেও শেষদিকে বিজেপিতে যোগ দিয়েছিলেন এস এম কৃষ্ণা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণ ভারতের রাজনৈতিক মহল।

১৯৯৯ সালের ১১ অক্টোবর থেকে ২০০৪ সালের ২৮ মে পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রীর আসনে বসেন এসএম কৃষ্ণ। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত তিমনমোহন সিং সরকারের বিদেশমন্ত্রী ছিলেন তিনি ৷ প্রণব মুখোপাধ্যায়ের পর তিনি বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলান। পরে ২০০৪ সালের ১২ ডিসেম্বর থেকে ২০০৮ সালের ৫ মার্চ পর্যন্ত তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন।