হাইকোর্টে মামলা বাস মালিকদের

breakingnews

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ হাইকোর্টে মামলা করল বাস মালিকরা। ১৫ বছরের ঊর্ধ্বে গাড়ি বাতিলকে চ্যালেঞ্জ করে মামলা। রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করল বাস মালিকদের সংগঠন । ১৮ তারিখ মামলার শুনানি। জট কাটাতে আজ পরিবহন সচিবের সঙ্গে বৈঠক বাস মালিক সংগঠনের।

পালাবদল হওয়ার আগে থেকেই রাজ্য পরিবহনে একের পর এক ধাক্কা চলতে থাকলেও, সেই ধাক্কাকে কোনোরকমে একবার এপাশ একবার ওপাশ করে নতুন করে পরিবহনের জোয়ার আনার তাগিদ দেখালেও শেষমেষ হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল রাজ্য সরকারকে। পরবর্তীতে হাইকোর্ট নির্দেশ দেয় রাজ্যে কোনোরকমভাবেই আর ১৫ বছরের ঊর্ধ্বের বাস বা গাড়িকে রাখা যাবেনা। তাদের স্বাস্থ্য পরীক্ষা অত্যাবশ্যক হয়ে পড়েছিল।

একের পর এক কখনও সিঙ্গেল বেঞ্চ কখনও ডিভিশন বেঞ্চ এই লড়াই চলে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তের পরেও একইভাবে অনড় থেকে ছিল একদিকে যেমন বাস মালিকরা, অন্যদিকে তেমনই প্রশাসন। আর এই দুইয়ের টানা পোরেনে আজও নাজেহাল হতে হচ্ছে আপামর সাধারণ মানুষকেই।

কিন্তু তার পরেও যখন হাইকোর্ট কড়াকড়ি ভাবে নির্দেশ দিল যে, ১৫ বছরের ঊর্ধ্বে আর কোনও বাসকে রাখা যাবেনা বা চালানো যাবেনা তখন স্বাভাবিকভাবেই কাটলো না জট। আর ঠিক তখনই বাস মালিক সংগঠনগুলি দ্বারস্থ হয় হাইকোর্টের। একদিকে হাইটকোর্টের মামলা অন্যদিকে অন্যদিকে রাজ্য সরকার চেষ্টা করে যাচ্ছে বাস মালিকদের বোঝাতে। যাতে তাদেরকে বুঝিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যায়।

রাজ্য সরকার চাইছে তাদেরকে লোনের ব্যবস্থা করে সল্প কিস্তিতে তাদেরকে নতুন বাস আনার জন্য। কিন্তু তারপরও বাস মালিক সংগঠনগুলি কোনোভাবেই রাজি নয় পৌছাতে। রাজ্য সরকারের তরফ থেকে পরিবহন সচিব সৌমিত্র মোহন । আজ বুধবারতিনি একটি জরুরী বৈঠক সম্পন্ন করলেন ময়দানে, বাস মালিক সংগঠনের সঙ্গে। আর এই অবস্থায় এখন দেখার বিষয় আদপে কি জট খুলবে? আগামী ১৮ ই ডিসেম্বর হাইকোর্টের এই মামলার শুনানিতে কতো বড়ো আকার নিতে চলেছে ১৫ বছরের ঊর্ধ্বে চলা যানবাহনগুলির বিরুদ্ধে।