নিজস্ব প্রতিনিধি, হুগলি: বেশ কয়েক দিন যাবত শোনা যাচ্ছে পুকুর ও নদী চুরির কথা। এবার চুরি হল ডাল, ডিম। ঘটনাটি গুপ্তিপাড়া আর্য নগর জি এস এফ পি স্কুলের ঘটনা ।অঙ্গনওয়াড়ি স্কুলে ঢুকে মুড়ি খেয়ে চাল, ডাল ,ডিম চুরি করল চোর।
সূত্রের খবর, গুপ্তিপাড়া আর্য নগর জি এস এফ পি স্কুলের একটি ঘরে চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সোমবার রাতে সেখানে ঘরের তালা ভেঙে চাল, ডাল, ডিম চুরি চুরি করে নিয়ে যাই এক চোর। পরের দিন অর্থাৎ মঙ্গলবার স্কুল খোলার পর বিষয়টি নজরে আসে। প্রাথমিক স্কুলের শিক্ষিকা সোমা দাস সরকার জানান,তালা ভেঙে ঘরে ঢুকে বসে মুড়ি খায় চোর।তারপর বাচ্চাদের খাবার জন্য রাখা খাদ্য সামগ্রি চাল ডাল ডিম চুরি করে নিয়ে যায়।
প্রাথমিক স্কুলের শিক্ষক সৌম্য চক্রবর্তী বলেন,স্কুলের পিছন দিকের পাঁচিল টা ভাঙা। চোর ঢুকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চুরি করে।প্রাথমিক স্কুলের মিড ডে মিলের ঘরেও ঢোকার চেষ্টা করেছিল তবে একটা তালা বাদে, বাকি দুটি তালা আর ভাঙতে পারেনি। স্কুলে চুরির অভিযোগ পেয়ে বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়া ফাঁড়ির পুলিশ তদন্তে আসে। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে। কে বা কেন করল হঠাৎ এই চুরি তা খতিয়ে দেখছেন পুলিশ।