কলকাতায় কমলা আমেজ! রুক্ষ শীতেই রঙিন ফেস্টিভ্যাল

রাজ্য শহর সংস্কৃতি

নিউজ পোল ব্যুরোঃ এ যেন মনিপুরের শীতকালীন সৌন্দর্যের আরেক প্রতিফলন কলকাতায়।
রুক্ষ শীতের মরশুমেই আরও একবার রঙিন আমেজ অনুভব করলো কলকাতা। ডিসেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে মনিপুরের মতোই কলকাতায় সম্পন্ন হলো হিমালয়ান অরেঞ্জ ফেস্টিভ্যাল।

কলকাতার সল্টলেক সিটি সেন্টার-১ এ সদ্য সম্পন্ন হলো তিন দিনব্যাপী হিমালয়ান অরেঞ্জ ফেস্টিভ্যাল। যা চলে ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত। প্রধান উদ্যোক্তা ছিল অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম (ATC)। ।

ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে ভারতের প্রতিবেশী দেশ নেপাল, ভুটান হিমালয়ান অঞ্চল, কাঞ্চনজঙ্ঘা, উত্তর পূর্বাঞ্চল ও হিমালয় প্রদেশ। ফেস্টিভ্যালটির প্রধান উদ্দেশ্য ছিল শহরের মানুষের কাছে গ্রামের সেই পুরনো ঐতিহ্যকে আবারো নতুন করে তুলে ধরা।

এই আয়োজনের মাধ্যমে দার্জিলিংয়ের কমলা লেবুকে তার আগের মতো গুরুত্ব ফিরিয়ে দেওয়াও ছিল অন্যতম লক্ষ্য।
এছাড়া এই আয়োজনের রন্ধ্রে রন্ধ্রে ছিল পাহাড়ের বৈচিত্রের মতো ঐতিহ্য সংস্কৃতি ও স্বাদের মেলবন্ধন।

এর পাশাপাশি অনুষ্ঠানের মাধ্যমে জৈব সারের ব্যবহার ও গুরুত্ব এদিন তুলে ধরা হয়। অনুষ্ঠানের আরেক বিশেষ আকর্ষণ ছিল হস্তশিল্প এবং কুটির শিল্প। যার উদ্যোক্তা ছিল মিনিস্ট্রি ইন্ডিয়া ও বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার।

ফেস্টিভ্যালের শুরুতেই ব্যানার উৎঘাটন করেন জনপ্রিয় ফুটবলার বাইচুং ভুটিয়া। এর বাইরেও ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, শীতকালের বিশেষ পিঠে পুলি, পায়েসের সাথে সব মিলিয়ে যেন একেবারে জমে ওঠে বছরের শেষটা।