নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মন্দারমণির সমুদ্রের পাড়ের হোটেলগুলি ভেঙে দেওয়ার নির্দেশিকার ওপর স্থগিতাদেশের সময়সীমা বাড়লো। সময়সীমা বাড়ানোর নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বর্ধিত হল স্থগিতাদেশ। ১৭ জানুয়ারি পরবর্তী শুনানি।
উল্লেখ্য, সমুদ্রপাড় দখল করে মন্দারমণিতে পর্যটন কেন্দ্রে গজিয়ে উঠেছে একের পর এক হোটেল। অভিযোগ, রীতিমতো প্রাচীর দিয়ে তার ওপরেই পর্যটকদের আমোদ প্রমোদের ব্যবস্থা করেছে একাধিক হোটেল। যার ফলে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আগামী ২০ নভেম্বরের মধ্যে শতাধিক ‘বেআইনি’ নির্মাণ ভেঙে ফেলার নোটিস দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করে হোটেল মালিকরা। সেই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশের সময়সীমা বৃদ্ধি হল।