বিধানসভায় পাশ হল দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল

breakingnews কলকাতা রাজ্য শহর শিক্ষা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বা়ংলায় আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে। এই বিষয়ে মঞ্জুরি পেতেই আজ মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে দু’টি, ‘দ্য রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল ২০২৪’ ও ‘দ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি বিল ২০২৪’ নিয়ে আলোচনায় অংশ নেন বিজেপির বিধায়ক শান্তনু প্রামাণিক, আনন্দময় বর্মন, অম্বিকা রায়, শঙ্কর ঘোষ ও শাসক দলের তরুণ কুমার মাইতি, রফিকুল ইসলাম মণ্ডল, মঞ্জু বসু, মহম্মদ আলী, নির্মল ঘোষ, আইএসএফের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। বিলের ওপর জবাবী ভাষণ দেন উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় তৈরি হবে হুগলি জেলার ধনেখালিতে। কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করবে। এদিকে উত্তর ২৪ পরগণার আগরপাড়ায় রামকৃষ্ণ পরমহংস দেবের নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এই সংক্রান্ত  ‘দ্য রামকৃষ্ণ পরমহংস বিশ্ববিদ্যালয় বিল ২০২৪’ নিয়ে আলোচনায় বিরোধী বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ভালো। তবে এর পরিকাঠামোর বিষয়টি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আলোচনা বা প্রদর্শন করলে ভালো হতো। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি ঠিকঠাক চলুক।’

শাসক দলের বিধায়ক তরুণ মাইতি বিলকে সমর্থন জানিয়ে বলেন, ‘জাতীয় শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ও মান্যতা দিয়ে এই বিল তৈরি হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলিতে ন্যাকের গাইডলাইন মেনে উচ্চমানের বিশ্ববিদ্যালয় করতে হবে। নানান বিষয়ে এখানে পড়ানো হবে রিসার্চ ওর্য়াক থাকবে এই বিদ্যালয়ে। এখানে যেভাবে অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলা হয়েছে ভিজিটার চ্যান্সেলর থাকবে যা এক কথায় পশ্চিমবঙ্গের শিক্ষার ইতিহাসে ল্যান্ডমার্ক।’

নৌশদ সিদ্দিকি বলেন, ‘শিক্ষা ব্যবস্থাকে বেসরকারির হাতে তুলে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের পাশাপাশি রাজ্য তাকে অনুসরণ করছে।’

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে জলাঞ্জলি দেওয়া হচ্ছে, যেভাবে রিসার্চগুলো বন্ধ করে দিচ্ছে, তার বিরুদ্ধে মত দিয়ে আলোচনায় অংশগ্রহণকে ধন্যবাদ জানাই।’