নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বুধবার থেকেই বঙ্গে পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রাতেও বিরাট বদলের আগাম জানান দিয়েছে আবহাওয়া দফতর।
আজ, বুধবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার সম্ভবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি। শুধু কলকাতা নয়, অন্যান্য জেলার ক্ষেত্রেও তাপমাত্রা কমবে আরও অনেকটাই। এমনকি কয়েকটি জেলায় বুধবার থেকেই ১০ ডিগ্রি বা তার নিচে নমতে পারে তাপমাত্রা।
দক্ষিণের একাধিক জেলা যেমন মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বুধবার থেকেই ঘন কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতেও ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। শীতের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভবনা।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ হলেও, পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এখনও শীতের প্রভাব পড়েনি সেভাবে। তাপমাত্রার পারদ ওঠানামা করছে প্রায়শই। বৃষ্টির পূর্বাভাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কমবে রোদের দাপট। শীতের আমেজ আপাতত সেকারনেই উধাও রাজ্যের দক্ষিণবঙ্গে।
উত্তর-পশ্চিম শীতল হাওয়ার পরিবর্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পূর্ব দক্ষিণ বাতাসে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণেও বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জায়গায়। এর ফলে বাধা পাচ্ছে শীত। তাই আপাতত জাঁকিয়ে শীত নয় এখনই। তবে বৃষ্টির প্রভাবে স্বাভাবিকের চেয়ে একটু বেশি ঠান্ডা অনুভূত হতে পারে বেশ কয়েকটি জেলায়।
জানা গিয়েছে মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত বাধাপ্রাপ্ত হচ্ছে। জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা। সেই সঙ্গেই বাড়বে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা।