বাসে করে গাঁজা পাচারের চেষ্টা, উদ্ধার ৯৮ কেজি গাঁজা। গ্রেফতার এক ব্যক্তি। জানা গিয়েছে, হাওড়া ধুলাগড়ি টোল প্লাজায় কাছে উদ্ধার করা হয়েছে ৯৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা।
সূত্রের খবর, হাওড়া ধুলাগড়ি টোল প্লাজায় কাছে খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছান নাকো সাকার পদস্থ আধিকারিক ও সাঁকরাইল থানার পুলিশ। তাঁরা ধুলোগড় টোল প্লাজায় -দুটো গাড়ি আটক করেন এবং তার মধ্যে প্রায় ৯৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, উড়িষ্যা থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছিল এই অবৈধ গাঁজা। পিঠের ব্যাগের মধ্যে প্রায় দশটি ব্যাগের মধ্যে এই অবৈধ গাজা রাখা ছিল। গাড়িতে সেই গাঁজা নিয়ে রাতের অন্ধকারে পাচারকারীরা কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল এই অবৈধ গাঁজা। একজনকে গ্রেফতার করে সাঁকরাইল থানায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,পাশ পাশি ওই গাড়ি দুটি আটক করা হয়েছে। কিভাবে তাদের কাছে মজুত ছিল এত পরিমান গাঁজা, তা খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন। চলছে তদন্ত