মুরগির খামার নিয়ে উত্তেজনায় মৃত ১, বাড়ি ভাঙচুর

অপরাধ জেলা


নিজস্ব প্রতিনিধি, পাণ্ডুয়া: মুরগির খামার নিয়ে উত্তেজনা। বাড়ি ভাঙচুর। মৃত ১। ঘটনায় গ্রেফতার ৫জন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামল বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।
মুরগির খামার থেকে দুর্গন্ধ ছড়ানো নিয়ে বচসার জেরে সংঘর্ষ। ঘটনাটি পাণ্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রামবাসীদের একাংশের সঙ্গে খামার মালিকের বিবাদের জেরেই এই সংঘর্ষ।
গত সোমবারের এই ঘটনায় ২ পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। আর এই ঘটনার জেরে জখম কলকাতায় চিকিৎসাধীন আজিজুল মল্লিক নামে বছর ৪০ এর এক গ্ৰামবাসীর, আজ বুধবার সকালে মৃত্যু হয়। এই খবর গ্ৰামে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক বাড়ি, খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় একাধিক বাড়িতে। দমকলের আধিকারিকরা পৌঁছে আগুন নেভায়। এরই মধ্যে ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে আজ আদালতে পাঠানো হয়েছে।
সূত্রের খবর, পাণ্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পোটবা গ্রামে রয়েছে কয়েকটি মুরগির খামার। শেখ জামশেদ আলি নামে এক ব্যক্তির খামার থেকে দুর্গন্ধ ছড়ায় এবং মাছির উপদ্রব হয় বলে অভিযোগ গ্রামবাসীদের একাংশের। মুরগী ফার্ম নিয়ে সেখানে সরকারি প্রতিনিধিরাও এলাকা পরিদর্শন করে যান বলে দাবি গ্ৰামবাসীদের। তারপরেই দু পক্ষের বচসা শুরু হয়। সেখান থেকে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সময় আজিজুল মল্লিক নামে স্থানীয় এক প্রতিবেশী সেখান দিয়ে যাচ্ছিলেন। সংঘর্ষ থামাতে গিয়ে তিনি ও আক্রান্ত হন বলে দাবি পরিবারের। ঘটনায় আজিজুল মল্লিক সহ বেশ কয়েকজনের গুরুতর আঘাত লাগে। আজিজুল মল্লিককে প্রথমে নিয়ে যাওয়া হয় পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে, পরে চুঁচুড়া হাসপাতাল, এবং তারপর কলকাতায় স্থানান্তরিত করা হয়।
হুগলি জেলা গ্ৰামীণ অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, আজিজুল মল্লিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে পাঁচ জন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ । আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় আর কারা কারা যুক্ত তদন্ত করে দেখা হচ্ছে।