থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে তা লিখিত আকারে কলেজ কর্তৃপক্ষকে জমা দেওয়ার নির্দেশ

breakingnews আইন রাজ্য শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে থ্রেট কালচার মামলায় অভিযুক্তদের পরীক্ষার ও ক্লাসে জয়েনের অনুমতি আগেই দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এবার অভিযোগের গুরুত্ব খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে তা লিখিত ভাবে জানাতে নির্দেশ আদালতের। কলেজ এই মর্মে আজ বুধবার কর্তৃপক্ষকে মৌখিক নির্দেশ কলকাতা হাই কোর্ট। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি।

কলেজ আইনজীবী সুমন সেনগুপ্ত এদিন আদালতে জানান, আরজি কর হাসপাতাল কাণ্ডের পর থেকে এই ধরনের অভিযোগের হিড়িক বেড়েছে। ২ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষকে একটা অভিযোগ করা হয় কয়েকজন ডাক্তার ও স্টুডেন্টদের নামে। কলেজের তরফে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়। সেই কমিটির সুপারিশ অনুযায়ী তাঁদের পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। এর পাশাপাশি হস্টেলেও ঢুকতে দেওয়া হচ্ছে না।

তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি বলেন: ‘আমি জানতে চাই না তুমি অভিযোগ পাবার পর কি করেছ। আমি জানতে চাই প্রগ্রেস কী হয়ছে? অভিযুক্তদের কোনও শুনানি করেছো কী? একটা অভিযোগ নাকি অনেক?’

সরকারি আইনজীবীর বক্তব্য: একাধিক অভিযোগ ছিল। আমরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেছি। সবাই অস্বীকার করেছে।

বিচারপতি: এখনই কলেজে ঢোকার অনুমতি না দিলেও অভিযুক্তদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে সেটা কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে। কলেজ দাবি করছে, তাদের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে সেই গুরুত্ব খতিয়ে দেখে আদালত মনে করছে অভিযুক্তদের জানা প্রয়োজন রয়েছে তাঁদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের নাম গোপন রেখে কলেজ কর্তৃপক্ষ অভিযুক্তদের শুধু অভিযোগ পত্রটি দেবে। তার উত্তরে অভিযুক্তদের কী বক্তব্য তা জানতে চায় আদালত।

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিনই কলেজ কর্তৃপক্ষের অভিযোগ পত্রের ভিত্তিতে অভিযুক্তরা কী জানাচ্ছে তা শুনে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।