নিজস্ব প্রতিনিধি, হাওড়া: গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা এক বিচারাধীন বন্দির! আজ বুধবার দুপুর সোয়া একটা নাগাদ হাওড়া আদালত চত্ত্বরে ঘটনাটি ঘটে। মঙ্গেশ বাদলিয়া যাদব নামে ওই বিচারাধীন বন্দিকে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের বাইরে নিজের বান্ধবীকে ছুরি মেরে খুনের ঘটনায় গোলাবাড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার হয় মুম্বইয়ের ওই ব্যবসায়ী মঙ্গেশ। এরপর থেকে হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দি হিসেবে ছিলেন তিনি। এদিন এই মামলার শুনানির জন্য তাকে হাওড়া আদালতে নিয়ে আসা হয়।
আইনজীবীরা জানান, আচমকাই তিনি পকেট থেকে একটি ব্লেড বের করে নিজের গলায় চালিয়ে দেন। কিভাবে ধারালো ব্লেড ওই বন্দির কাছে এলো তা নিয়ে পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছে। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষ।