পিছিয়ে গেল এসএসসি ২৬ চাকরি বাতিলের মামলার শুনানি

জেলা দেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাই কোর্টে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে গেল। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি হবে। এই মামলার ক্ষেত্রে মূলত দু’টি বিষয়ের ওপর নজর রাখছে সুপ্রীম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ
(১) পুরো প্রক্রিয়াকরণ বাতিল করবো কী না?
(২) বৈধ প্রার্থীদের শনাক্ত করা হবে কিভাবে?
প্রধান বিচারপতি বলেন,
পুরো পরীক্ষা বাতিল হবে নাকি শুধুমাত্র কারচুপির চাকরি খুঁজে সেগুলি বাতিল হবে। এই দু’টি বিষয়কে বিবেচনায় আনতে চায় শীর্ষ আদালত। অন্য কোন বিষয় বলে এই মামলাকে অহেতুক জটিল করে তুলবেন না। আগামী বৃহস্পতিবার ফের শুনানি৷