রাজ্যে বাড়ছে মহিলা ভোটার:- কমিশন

breakingnews রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার লিস্টে প্রতিবছর নতুন নাম নথিভুক্তকরণ ও নাম সংশোধনের কাজ চলে নির্দিষ্ট সময়ে। সেই মতই নির্দেশ অনুযায়ী সম্পন্ন হল এক মাস ব্যাপী এই কাজ। বৃহস্পতিবারই ছিল তার শেষ দিন।
বৃহস্পতিবার এই বছরের মতো ছিল গোটা দেশের ভোটার তালিকা সংশোধনের শেষ কাজ। এখনও পর্যন্ত সংখ্যা সঠিকভাবে জানা না গেলেও, গতবারের মতো এবারেও রাজ্যে বাড়তে চলেছে মহিলা ভোটারের সংখ্যা,এমনটাই খবর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে।
পাশাপাশি নতুন ভোটারদের সংখ্যারও পরিবর্তন ঊর্ধ্বমুখী। নিঃসন্দেহে গতবারেও নতুন ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এবার নতুন ভাবে তাঁদের নাম তোলার কাজ শুরু হল। ভোটার তালিকায় নাম তোলার একদিকে হিড়িক যেমন রয়েছে অন্যদিকে কমিশনের দৃষ্টি ছিল ভোটার তালিকার শুদ্ধতার ওপরে। নির্ভুল ভোটার তালিকা তৈরী করতে আরও বেশি সচেতন হয়েছিল এবার নির্বাচন কমিশন। মৃত ভোটারের সংখ্যাকেও তাঁরা চেষ্টা করেছেন সঠিকভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য। এখন দেখার আগামী ৬ই জানুয়ারী কি প্রকাশ পায় নতুন ভোটার তালিকায়। যদিও সূত্রের খবর প্রায় পনেরো শতাংশ নাম এবার বৃদ্ধি পেতে চলেছে ভোটার তালিকায়|
এর পাশাপাশি মহিলা ভোটার বাড়ার খবর পেয়ে খুশি বর্তমান শাসক দল। বিগত নির্বাচনে বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূলকে পুনরায় ক্ষমতায় আনতে বিরাট ভূমিকা নেয় মহিলা ভোটাররাই। তাই স্বাভাবিকভাবেই মহিলা ভোটার সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ার আভাসে খুশি তৃণমূল কংগ্রেস।