কোভিড ভ্যাকসিন: কলকাতা পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্তে মামলার আর্জি গ্রহণ হাই কোর্টের

breakingnews অপরাধ আইন কলকাতা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোভিডের ভ্যাকসিন কেলেঙ্কারিতে অভিযুক্ত দেবাঞ্জন দেব এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হলেন। মামলা করার আবেদন গ্রহণ কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।

জাল ভ্যাকসিন মামলায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সিবিআই তদন্তের দাবিতে অভিযুক্ত দেবাঞ্জন দেবের দায়ের করা মামলা শোনার ইঙ্গিত বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।

উল্লেখ্য, ২০২০ সালের ওই ঘটনায় প্রায় তিন বছর জেল খেটে বর্তমানে বাইরে ওই অভিযুক্ত। তিনি গত বছর হাই কোর্টে মামলা করে ওই জাল ভ্যাকসিন মামলা ও তাতে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়ার আবেদন করেন। তাঁর অভিযোগ, কলকাতা পুলিশ তদন্তের নামে যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করেছে। তদন্ত ঠিকঠাক হলে অনেক প্রভাবশালী এই মামলায় অভিযুক্ত হতো। কিন্তু কলকাতা পুলিশ তাঁদের বাঁচাতে যাবতীয় নথি নষ্ট করেছে বলে তাঁর অভিযোগ। আগামী সপ্তাহে ফের বিষয়টি মেনসন করার নির্দেশ দেন বিচারপতি।