দেশজুড়ে আধাসেনা নিয়োগে সবুজ সঙ্কেত হাই কোর্টের

breakingnews আইন কলকাতা দেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৪৬৬১৭ শূন্যপদে নিয়োগের মেধাতালিকা প্রকাশে সবুজ সঙ্কেত বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। প্রধানমন্ত্রীর রোজগার মেলায় ৪৬৬১৭ আধাসেনার নিয়োগপত্র দিতে আর কোনও আইনি বাধা কাটলো।

উল্লেখ্য, ৪৬৬১৭ আধাসেনা নিয়োগে দেশজুড়ে পরীক্ষায় বসেছিলেন প্রায় ৩ লক্ষ কর্মপ্রার্থী। আধাসেনায় ০.৫০ সেন্টিমিটার উচ্চতার পার্থক্য ঘোচালো হাই কোর্ট। ১৭০ সেমি হাইট না হলে নিয়োগ নয় আধাসেনায়, জানানো হয় নিয়োগ প্রক্রিয়ায়।

এরই প্রেক্ষিতে ১৬৯.৫ সেন্টিমিটার হাইট হলেই বিবেচ্য হতে পারে পরীক্ষার্থী জানিয়ে দিল হাই কোর্ট।

৩৮জন মামলাকারীর ০.৫ সেন্টিমিটার বা তার কম হাইট হওয়ার কারণে আধাসেনার নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের বাদ দেওয়া। হয়। এর জেরেই তাঁরা মামলা দায়ের করেন কলকাতা হাই কোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বেঞ্চ জানায় ০.৫ সেন্টিমিটার পার্থক্য বিবেচনায় এনে আধাসেনা বোর্ডকে তা খতিয়ে দেখতে হবে। যতদিন এই প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে স্থগিত থাকবে দেশজুড়ে আধাসেনা নিয়োগের মেধাতালিকা প্রকাশ।

ডিভিশন বেঞ্চে আপিল মামলা করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোককুমার চক্রবর্তী জানান, বিচারপতি তপোব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ দেশজুড়ে আধাসেনা নিয়োগে মেধাতালিকা প্রকাশে স্থগিতাদেশ প্রত্যাহার করার নির্দেশ জারি করেছে বৃহস্পতিবার। পাশাপাশি ৩৮ মামলাকারীকে নিয়ম মেনে চাকরি পরীক্ষায় বিবেচনার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে।

যার ফলে প্রধানমন্ত্রীর রোজগার মেলায় ৪৬৬১৭ জন আধাসেনার নিয়োগপত্র দিতে কোনও আইনি বাধা রইল না আর।

২০২২ সাল থেকে কেন্দ্র রোজগার মেলার আয়োজন করে। ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারি চাকরি প্রাপকদের সরাসরি নিয়োগপত্র দেন প্রধানমন্ত্রী। আগামী ২৩ ডিসেম্বর ওই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানে আধাসামরিক বাহিনীর এই ৪৬৬১৭ শূন্যপদে নিয়োগ দেওয়ার কথা। দেশজুড়ে সঠিক ভাবে চললেও এ রাজ্যে মামলার জটে নিয়োগ প্রক্রিয়া থমকে যায় দেশজুড়ে  সুযোগ না পেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন ৩৮ জন চাকরিপ্রার্থীরা।