ঘটনাটি শুক্রবার সাতসকালের ঘটনা। সাতসকালে টালিগঞ্জের গ্রাহামস রোডের আবর্জনার স্তূপে মিলল মহিলার কাটা মুণ্ড। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।
নিত্যদিনের মতো শুক্রবার সকালেও গ্রাহামস রোডের ওই ভ্যাটে আবর্জনা নিতে এসেছিলেন সাফাইকর্মীরা। সেই সময় তাঁরা প্লাস্টিকের মধ্যে বলের মতো কিছু একটা পড়ে থাকতে দেখেন। আর খুলে দেখতেই চক্ষু চড়ক হয়ে যায় তাঁদের। ওই প্লাস্টিক রক্ত দেখতে পাওয়ায় সন্দেহ হয় সাফাইকর্মীদের। প্লাস্টিক খুলে দেখতেই, দেখেন ওটা এক মহিলার কাটা মুণ্ড।
ঘটনাটি সাফাই কর্মীদের চোখে পড়া মাত্রই পুলিশকে খবর দেন তারা। কিন্তু ওই এলাকা রিজেন্ট পার্ক থানা এলাকার হওয়ায় টালিগঞ্জে গ্রাহামসে থানার পুলিশ আসেনি। এরপর খবর পেয়ে রিজেন্ট পার্ক থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। অনুমান, প্রমাণ লোপাটে দেহাংশ ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকার আবর্জনার স্তূপে। সেই কারণেই, সংলগ্ন এলাকার ভ্যাটে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দেহ বস্তায় ভরে জলে ফেলে দেওয়ার আশঙ্কাও রয়েছে তাঁদের।ফলত, কাটামুণ্ডর রহস্য উদঘাটনে আবর্জনার স্তূপ, জলাধার থেকে শুরু করে বহু জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরইমধ্যে কাটা মুণ্ডটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।