ট্যাব কাণ্ডের পর নতুন নির্দেশিকা

কলকাতা জেলা দেশ রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- সাম্প্রতিক ট্যাবকাণ্ড থেকে শিক্ষা নিয়ে রাজ্য অর্থ দফতর বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের অ্য়াকাউন্টে সরাসরি লেনদেন সুরক্ষিত রাখতে ১৬ দফা নির্দেশিকা জারি করেছে। এবার থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আগে কাগজের নথিতে নয়, অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা হবে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে। এই যাচাইয়ের কাজ করবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করে তবেই সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এছাড়া যে কোনও উপভোক্তাকে তাঁর তথ্য দু’বার করে অনলাইনে পাঠাতে হবে, যাতে তাঁর নাম, ফোন নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ভুল হলে তা সংশোধন করে নেওয়া যায় । একইসঙ্গে, উপভোক্তার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাজ্যের কোনও শাখার ঠিকানার হতে হবে। এই নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক উপভোক্তার নিজের নামেই সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। প্রত্যেক উপভোক্তাকেই দফতরের তরফ থেকে টাকা জমা পড়ল কি না সে সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে হবে। এর জন্য এসএমএস অ্যালার্ট চালু করতে হবে উপভোক্তাদের জন্য।
সম্প্রতি ট্যাবের টাকা গায়েব হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায় । পরে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, প্রায় ১৯০০ জনের ট্যাবের টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছিল। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টির সঙ্গে জামতারা গ্যাংয়ের যোগের বিষয়ের কথাও বলেছিলেন। কিন্তু সেসব পর্ব এখন অতীত। আগামী দিনে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার ক্ষেত্রে যাতে তা অন্য কোথাও না চলে যায়, জালিয়াতরা যাতে সরকারি পরিষেবার ফাঁকফোকরের সুযোগ না-নিতে পারে, সেজন্যই ১৬ দফা নির্দেশিকা দিয়ে সমস্ত দফতরকে ব্যবস্থা গ্রহণের কথা বলল অর্থ দফতর।