এক দেশ এক ভোট নিয়ে সংশয় বিমানের

কলকাতা জেলা দেশ রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- কেন্দ্রীয় সরকার এক দেশ এক নির্বাচন নীতি কার্যকর করার পথে হাঁটলেও তা সাংবিধানিক বৈধতা পাবে কিনা তা নিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। বিধানসভা ভবনে আজ এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বলেন, কেন্দ্রীয় সরকার অনেকদিন ধরেই তলায় তলায় এই বিষয়টি নিয়ে এগোচ্ছে। কিন্তু বিষয়টি এত সহজে নিষ্পত্তি হবে না লে তিনি মনে করেন। বিমানবাবুর কথায়, “দুই বছর আগে অল ইন্ডিয়া স্পীকার কনভেনশনে গিয়েছিলাম। লোকসভার, রাজ্যসভার ডেপুটি স্পিকার ছিলেন। সেদিন ওরা একটা রেজুলেশন এনেছিলেন , ঠিক এই ‘ওয়ান ন্যাশন ওয়ান ভোটে’র আদলে। লোকসভার স্পিকারকে আমি তখনই ওই কথা বলি, উনি আমাকে বলেছিলেন, আপনি আমাকে মিস লিড করছেন। আমাদের এরকম কোনও পরিকল্পনা নেই। অথচ আমি দু’বছর আগে ঠিক এই আশঙ্কাটাই প্রকাশ করেছিলাম।”প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির সুপারিশ অনুযায়ী সেপ্টেম্বরে এই প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করে। বুধবার রামনাথ কোবিন্দ বলেন, “এক দেশ, এক ভোট উদ্যোগ একেবারেই জাতীয় স্বার্থে, এটি কোনও নির্দিষ্ট দলের জন্য নয়। তিনি এও বলেন যে অর্থনীতিবিদদের মতে, এই প্রস্তাব কার্যকর হলে দেশের জিডিপি ১ থেকে ১.৫ শতাংশ বৃদ্ধি পাবে।
কোবিন্দর এই দাবি খারিজ করে দিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বলেন, “জানি না সংবিধান থেকে এই বিল কতটা অনুমোদন পাবে। যারা সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন, তাঁরাই এই বিষয়টা নিয়ে বলতে পারবেন। তবে এটুকু বলতে পারি, আদালত আছে, বিষয়টা অনেকদূর গড়াবে।”