পাক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ মাথাচাড়া দিচ্ছে বাংলাতেও?

জেলা


নিউজ পোল ব্যুরো, আরামবাগ: জম্মু-কাশ্মীরে পরপর বেশ কয়েকটি জঙ্গি হামলার পর এবার পাক জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ মাথাচাড়া দিচ্ছে বাংলাতেও? এমনই অভিযোগ উঠেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএয়ের তরফে। আর এই অভিযোগের ভিত্তিতে আরামবাগের বাসিন্দা সাবিরউদ্দিন ও তাঁর বাবা সাইফুদ্দিনকে ডেকে পাঠাল এনআইএ। তাদের তলব পেয়ে শুক্রবার সকালেই কলকাতার অফিসে হাজিরা দিতে রওনা হয়ে যান বাবা ও ছেলেসূত্রের খবর, বাংলাদেশ নিয়ে উদ্বেগের মধ্যেই এবার পাকিস্তানের জঙ্গি সংগঠনের যোগ এসে পড়ল এপার বাংলায়! জাতীয় তদন্তকারী সংস্থা পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সংগঠনের যোগ পেল আরামবাগের মায়াপুরের সানা পাড়া এলাকায়। বৃহস্পতিবার ভোর রাতে এনআইএ-এর একটি টিম হঠাৎই সাবিরউদ্দিনের বাড়িতে হানা দেয়। সেখান থেকে একটি ল্যাপটপ, কিছু টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। এরপরেই জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের নোটিসও দিয়ে আসা হয় বাড়িতে।


প্রসঙ্গত, সাবিরের বাড়ির আর্থিক অবস্থাও বিশেষ ভাল নয়। ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে মাটির বাড়ি। দিন আনা দিন খাওয়া পরিবারের সম্বল বলতে শুধুই কিছু জমি। এলাকার লোকজন জানাচ্ছেন, ধান চাষের ওপর নির্ভর করেই মূলত চলে সংসার। সেই পরিবারের ছেলে কী করে এমন কাজ করতে পারে তা ভেবেই অবাক প্রতিবেশীরা। এনআইএ আসতেই তাই কান্নায় ভেঙে পড়েছেন সাবিরউদ্দিনের মা। এরইমধ্যেই এনআইএ গ্রেফতার করেছে সাবিরউদ্দিনকে। চলছে তদন্ত।