নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের আগামী মঙ্গলবার থেকে টাকা পাঠানো শুরু হবে। ওই দিন সন্ধ্যায় নবান্নে এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে আবাস প্রকল্পের উপভোক্তাদের টাকা বিলি শুরু করবেন। বাংলার বাড়ি এই প্রকল্প নামে ১২ লক্ষ উপভোক্তার কাছে প্রথম কিস্তির টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকেই ওই টাকা বিলি করা হবে বলে নবান্নের প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
সাম্প্রতিক ট্যাব কেলেঙ্কারির কথা মাথায় রেখে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানোর আগে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। আধারের ইউনিক কোড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত না থাকলে উপভোক্তা কিস্তির টাকা পাবেন না। সেই কারণে গ্রামে গ্রামে বিশেষ শিবির খুলে আবাসের তালিকায় নাম থাকা উপভোক্তাদের বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত করা হচ্ছে। এছাড়া আবাসের তালিকা নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে সেজন্য রাজ্য সরকার প্রত্যেক উপভোক্তাকে একটি করে ইউনিক পরিচয়পত্র দেওয়ারও পরিকল্পনা নিয়েছে। আবাস প্রাপকদের চূড়ান্ত তালিকা প্রত্যেক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকদের দফতরে টাঙিয়ে রাখা হবে।