ভাগ্যের ভ্রুকুটি! বাতিল ভারত- অস্ট্রেলিয়া ম্যাচ

breakingnews ক্রীড়া দেশ

নিউজ পোল ব্যুরোঃ ভেস্তে গেলো প্রথম দিনের খেলা, বাতিল ভারত- অস্ট্রেলিয়া ম্যাচ। পিছিয়ে গেলো ব্রিসবেনে ভারত- অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের প্রথম খেলার দিন। বর্ডার-গাভাসকর ট্রফির লড়াইয়ের সূচনাতেই বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি।

আপাতত বাতিল দিনের খেলা, পরিবর্তে দেওয়া হল অন্য সময়সীমা। প্রথম দিনের বদলে রবিবার দ্বিতীয় দিনে শুরু হবে খেলা। প্রথম দিনের নির্ধারিত সময় অপেক্ষা আগেই শুরু হবে খেলা। সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে আরও আধা ঘণ্টা আগে, ভোর পাঁচটা কুড়ি মিনিটে। যদিওবা রবিবারেও রয়েছে বৃষ্টির সম্ভবনা। সেক্ষেত্রেও রবিবার আবহাওয়ার পরিবর্তন হলে আবারও পাল্টাতে পারে খেলার সময়।

শনিবার ব্রিসবেনের গাব্বায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য ভেস্তে গেল। ১৪ তম ওভারেই শেষ খেলা। ম্যাচের শুরুর দিকে নাম বৃষ্টির যার জেরে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। তারপর পুনরায় খেলা শুরু হলেও তা বেশিক্ষণ চলেনি। এরপর বৃষ্টির জন্য দিনভর আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সময় পেরিয়ে যায়, শেষমেষ খেলা পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়।

গত দুই সেশনের ম্যাচে একটিও বল করা যায়নি। বৃষ্টি শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া ১৩.২ ওভারে উইকেট না হারিয়ে রান করে ২৮। ম্যাচ বন্ধ হওয়ার আগে নাথান ম্যাকসুইনি ৩৩ বলে তোলেন ৪ রান, উসমান খাজা ৪৭ বলে ১৯ রান করেন। জসপ্রীত বুমরা ৬ ওভারে ৩টি মেডেন নিয়ে ৮ রান দিয়েছেন। সিরাজ ৪ ওভারে ২টি মেডেন নিয়ে ১৩ রান দিয়েছেন। আকাশদীপ ৩.২ ওভারে ২টি মেডেন নিয়ে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগে মাত্র ২ রান করেন তিনি।

এর আগে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে রোহিত শর্মার ভারত প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। গাব্বায় এবছরের শুরুতে এই স্টেডিয়ামেই ওয়েস্ট ইন্ডিজের কাছে অস্ট্রেলিয়া হেরেছে। ২০২১ সালেও ভারতের কাছে এই স্টেডিয়ামেই ঐতিহাসিক পরাজয় ঘটেছিল অস্ট্রেলিয়ার। যদিও পিচ কিউরেটরদের মতে, বর্তমানে গাব্বার গতিশীল, সুতরাং বজায় থাকবে বাউন্সি চরিত্র ।

অ্যাডিলেডে ৬ নম্বরে রোহিত শর্মা নামায় ব্যাটিং লাইনআপ সাজাতে হয়। জানা যাচ্ছে গাব্বাতেও তিনি ফের ৬ নম্বরেই নামবেন। অর্থাৎ সেই অনুযায়ী দেখলে শুভমান গিল ৩ নম্বরে, বিরাট কোহলি ৪ নম্বরে এবং কেএল রাহুল ৫ নম্বরে নামবেন।