নিজস্ব প্রতিনিধি,হাওড়াঃ- যত দিন যাচ্ছে ততই যে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে গোটা রাজ্য জুড়ে| আর তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে চুরি ও ছিনতাই| একদিকে বেকারত্বের জ্বালা অন্যদিকে চাকরিহীন মানুষ, আর এই দুইয়ের মাঝে পড়ে মানুষ সবকিছুই ভুলতে বসেছে| ঠিক এমনই ঘটনা ঘটেছে শুক্রবার রাতে নিজের দোকান থেকে ফেরার সময়| দুঃসাহসিক ছিনতাই বলতে যা বোঝায় ঠিক তাই হয়েছে শুক্রবার| হাওড়া জেলার জগাছা থানার অন্তর্গত মৌরী পাকুড়তলা এলাকার স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত মল্লিক প্রতিদিনের মতোই বাড়ি ফিরছিলেন নিজের বাইকে চেপেই| দুস্কৃতিরা আগে থাকতেই তাঁকে নজরবন্দী করেছিল,তা না হলে যেভাবে তাঁকে ধাওয়া করে তাঁরা ওই ব্যবসায়ীর থেকে প্রায় দশলক্ষ টাকার সোনার গয়না আর বেশকিছু টাকা নিয়ে চম্পট দেয় তা রীতিমতো হিন্দী সিনেমাকেও হার মানাবে| নিয়ম অনুযায়ী পুলিশ আসে এলাকায়, বর্তমানে সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ এখন তদন্ত শুরু করেছে| কিন্তু প্রশ্ন হল আদৌ কি এই ছিনতাই হওয়া গয়না আর টাকা ফেরত পাবেন ওই ব্য়বসায়ী, এটাই এখন সবথেকে বড়প্রশ্ন|
তারমানে একটা ছবি পরিস্কার হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে দিনকে দিন পুলিশ একেবারেই ব্যর্থ হয়ে পড়ছে|