নিজস্ব প্রতিনিধি,কলকাতা: চার ঘণ্টার মধ্যেই এবার খুনের কিনারা করলো বাগুইআটি থানার পুলিশ। জানা যায় এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মৃত গৃহবধূর ফেসবুক ফ্রেন্ড কৌশিক সাহাকে এদিন গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। নাগেরবাজার মুড়াগাছা এলাকা থেকে পাকড়াও করা হয় তাঁকে।
প্রসঙ্গত, কেষ্টপুর রবীন্দ্রপল্লীতে বাইরে থেকে ঘরের তালা বন্ধ। ঘরের তালা খুলতেই বুদ্ধদেব সাহা নামের ব্যক্তি নিজের বাড়িতেই দেখতে পান গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্ত্রীর মৃতদেহ পড়ে রয়েছে বিছানায়। জানা গিয়েছে, মৃত অভিষিক্তা দে সাহা পেশায় একজন বিউটিপার্লার কর্মী। কিন্তু কে বা কারা বাড়ির ভেতরে এসে কোন কারনে তাঁকে হত্যা করেছেন এ বিষয়ে এলাকা জুড়ে ছড়িয়েছিল উত্তেজনা। ঘটনার পেছনে রয়েছে রহস্য অনুমান করেছিলেন অনেকেই। এবার সেই রহস্যের মধ্যে থেকেই অত্যন্ত তৎপরতায় সত্যতা বের করল পুলিশ।
সূত্র মারফত খবর, মহিলার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় অভিযুক্তের। পরবর্তী ক্ষেত্রে ওই গৃহবধূ সম্পর্কে জড়িয়ে পড়েন ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে। কিন্তু আচমকাই বন্ধুত্বের চিড় ধরে। মহিলা আসলে বিবাহিত জানতে পারেন অপরজন। এমনকি স্বামী ও বাচ্চার কথা শোনা মাত্রই সম্পর্ক রাখতে পারবে না বলে জানায় গৃহবধূ। সেই রাগ থেকেই একেবারে বাড়ি পৌঁছে তাঁকে হত্যা করে বলে খবর। মূল অভিযুক্ত অর্থাৎ মৃত মহিলার ফেসবুক ফ্রেন্ডকে পুলিশ গ্রেফতার করে আজ শনিবার আদালতে পেশ করা হবে।
দীর্ঘ সম্পর্ক থাকার পরে গৃহবধূ কিছুদিন পর জানান, তাঁর স্বামী এবং বাচ্চা আছে তাই আর সম্পর্ক রাখতে পারবে না। এরপরেই সেই ফেসবুক ফ্রেন্ড সকাল ন’টার সময় বাড়িতে এসে তাঁকে খুন করে পালিয়ে যায়।